Monday, August 25, 2025

বইমেলা ( bookfair) আবার শিরোনামে। জেলার পর কলকাতাতেও বইমেলা হচ্ছে। আর চারদিনের অপেক্ষা। বিভিন্ন কারণে এবার গিল্ডের বইমেলা করা এখনও সম্ভব হয়নি। কিন্তু তাই বলে কি কলকাতায় শীতের মরশুম বইপার্বন ছাড়া চলতে পারে? নিশ্চয়ই পারে না। তাই হাতে হাত মিলিয়ে এগিয়ে এসেছেন বইপাড়ার বহু প্রকাশক। রাতারাতি তৈরি হয়েছে বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি। তাদের উদ্যোগে 28শে জানুয়ারি থেকে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে হৃষিকেশ পার্কে শুরু হতে চলেছে বর্ণপরিচয় নিবেদিত ” বইমেলা 2021″। আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল আগেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার অঙ্গ হিসেবে কাল 26 জানুয়ারি উদ্বোধন হবে একটি ট্রাম-ট্যাবলোর। সেখানে থাকবে বই। হবে গান, সাহিত্যচর্চা। বিশেষ ট্রামটি যাবে ধর্মতলা থেকে শ্যামবাজার।

ক্রমশ সেজে উঠছে হৃষিকেশ পার্ক। কোভিড বিধি মেনে যাবতীয় ব্যবস্থা হচ্ছে। থাকছে বইয়ের স্টল। সাংস্কৃতিক মঞ্চ। লিটল ম্যাগাজিন ও অন লাইন ম্যাগাজিন গ্যালারি। 28 থেকে 31, রোজ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য নিয়ে আলোচনা। নতুন বই প্রকাশ। বইপাড়ায় দারুণ সাড়া। থাকছে নামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টল। খাদ্যরসিকদের জন্যও থাকছে সুখবর। এখন চলছে মেলার প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ।

আরও পড়ুন:ফেব্রুয়ারিতে স্কুল খুলবে রাজ্যে, জানাল শিক্ষা দফতর

সমন্বয় কমিটিকে সহযোগিতা করছে নেক্সটজেন মিডিয়া। মেলার সাফল্যে এগিয়ে এসেছে বর্ণপরিচয়, রাইস, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়, সংবাদ প্রতিদিন, নিউজ 18 বাংলা, ফ্রেন্ডস এফ এম, বিশ্ব বাংলা সংবাদ, কলকাতা ট্রাম কোম্পানি, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর, কলকাতা পুরসভাসহ বিভিন্ন সংস্থা। বইপাড়ায় ব্যাপক সাড়া। বইমেলা কমিটির চেয়ারম্যান দীপ প্রকাশনের কর্ণধার শঙ্কর মণ্ডল বলেন,” এই উদ্যোগ বইপ্রেমীদের প্রাণের টান। হয়ত স্থানাভাবে ও সময়াভাবে তেমন বড় করা গেল না, কিন্তু আমরা নিশ্চিত যে এই বইমেলাও তৃপ্তি দেবে।” কমিটির আহ্বায়ক দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর রূপা মজুমদার বলেন,” এটি নিউ নর্মাল বইমেলা। কোভিডে প্রকাশকদের ব্যবসা ও মনে যে ভাঁটার টান এসেছিল, তা থেকে ঘুরে দাঁড়ানোর বইমেলা। যেভাবে প্রকাশকরা এগিয়ে এসেছেন, আমরা অভিভূত। কষ্ট হচ্ছে স্থানাভাব ও কোভিড সাবধানতায় সকলকে স্থান দেওয়া যাচ্ছে না। যথাসাধ্য চেষ্টা হচ্ছে।” বস্তুত রূপাদেবীরা অনুরোধ সামলাতে হিমশিম খাচ্ছেন। আসলে চারদিকে সবরকম মেলা হচ্ছে। জেলাতেও বইমেলা হচ্ছে। তাহলে কলকাতায় বইমেলা কেন নয়? এই তাগিদ থেকেই হৃষীকেশ পার্কের বইমেলা। বইপ্রেমী, প্রকাশক, সাহিত্যিকদের গন্তব্য হয়ে উঠতে চলেছে এই বইমেলা। সঙ্গে বাড়তি আকর্ষণ 25% ছাড়। যা আগে কখনও কোথাও হয়নি। 28 জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটেয় ঘন্টা বাজিয়ে মেলা শুরু। থাকছে জমজমাট অনুষ্ঠান। 31 জানুয়ারি রবিবার রাতে শেষ। এর মধ্যে আরও আকর্ষণ, 30 জানুয়ারি সন্ধেতে শান্তিনিকেতন থেকে আসছে বাউল টিম। বইমেলা সংক্রান্ত যোগাযোগ: প্রিয়াঙ্ক পাণ্ডে 9831125878. রবিবার বইমেলা কমিটির বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত হয়। মাঠ ঘুরে দেখেন সদস্যরা।

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version