ভারতের( india) বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার বেন স্টোকসের(ben stokes) । ফেব্রুয়ারি মাস থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (india vs england) সিরিজ। যেখানে চারটি টেস্ট, পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। তার আগেই বিরাট কোহলির ( virat kohli)দলকে হুঙ্কার দিলেন ইংল্যান্ড ক্রিকেটার স্টোকস।

এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে স্টোকস লেখেন, খুব শিগগিরি দেখা হবে। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে ইংল্যান্ড। তবে ৫ তারিখ ভারত-ইংল্যান্ড ম্যাচ খেলতে মুখিয়ে ইংল্যান্ড ক্রিকেট টিম, তা স্টোকসের পোস্টে ভালই বুঝতে পারছে ক্রিকেট বিশ্ব।
এই মুহুর্তে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নসিপে শীর্ষে টিম ইন্ডিয়া। চতুর্থ স্থানে ইংল্যান্ড। তাই ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টেস্ট যে বেশ হাড্ডাহাড্ডি হবে, তা ভালই টের পাচ্ছে ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:বাইশ গজ থেকে লেখাপড়ায় সমান পারদর্শি তাঁরা, একনজরে দেখে নেওয়া যাক কারা কারা আছেন এই তালিকায়
