Tuesday, August 26, 2025

করোনা টিকা নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা, দাওয়াই কেন্দ্রের

Date:

কোভিড ভ্যাকসিন বা টিকা (covid vaccine) নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি বা গুজব (rumour) ছড়ালে আর রেওয়াত করা হবে না। নিতে হবে কড়া আইনি ব্যবস্থা (legal step)। এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (central government)। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখে এই ব্যপারে ব্যবস্থা নিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বলা হয়েছে, এখন থেকে রাজ্যগুলি প্রয়োজন মত আইনি পদক্ষেপ করতে পারবে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে করোনার টিকাদানের প্রক্রিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ড এবং হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়া হচ্ছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনা, পুলিশ, সাফাইকর্মী সহ প্রথম সারির কোভিড যোদ্ধাদের। কিন্তু দুই সংস্থার টিকা নিয়েই নানা ধরনের গুজব রটনা, ভুয়ো ও মিথ্যা খবর ছড়াচ্ছে গোটা দেশে। ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা না করেই তড়িঘড়ি অনুমোদন দেওয়া হয়েছে, প্রয়োগে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, এমন নানা সমালোচনায় ধাক্কা খাচ্ছে টিকাদানের কর্মসূচি। এবার তা রুখতেই চিঠি লিখে রাজ্যগুলিকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলল কেন্দ্র। গত সপ্তাহে অজয় ভাল্লার ওই চিঠিতে বিপর্যয় মোকাবিলা আইন এবং এই সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড টিকা নিয়ে এই সব গুজব, ভুয়ো খবর, রটনা বা মিথ্যে তথ্য ছড়ানো রুখতে যথাযথ আইন প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি কোনও ভুয়ো খবর ছড়ালে সেই সংক্রান্ত আসল তথ্য দিয়ে প্রচারও সমান গুরুত্বের সঙ্গে করতে হবে।

আরও পড়ুন- সুখবর, সর্বসাধারণের জন্য ১০ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version