রাজনীতির মাধ্যমেই জবাব দেব: ভিক্টোরিয়া-কাণ্ডে মন্তব্য মমতার

২৩ জানুয়ারি ঘটনার পর প্রথম জনসভা করতে গিয়ে পুরশুড়ায় সেদিনের ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির (Netaji) ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলতে ওঠার সময় “জয় শ্রী রাম” ধ্বনি ওঠা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন ধর্মান্ধ আমায় টিজ করছে”। এরপরই মমতা বলেন, “‌নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সবার নেতা। সারা দেশের, সারা বিশ্বের নেতা তিনি। তাঁর জন্মদিনের অনুষ্ঠানে গেলাম। এত বড় সাহস আমায় ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে। আমায় বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখিয়ে দিই”। মুখ্যমন্ত্রী বলেন, “তুমি যদি নেতাজি-নেতাজি করতে আমি তাহলে তোমাকে স্যালুট করতাম”। তাঁর মতে, নেতাজিকে নিয়ে অনুষ্ঠানে এই আচরণ নেতাজিকেই অপমান। মুখ্যমন্ত্রী বলেন, “আমি বন্দুকে বিশ্বাস করি না, রাজনীতিতে বিশ্বাস করি। রাজনীতি দিয়ে আমি এর জবাব দেবই।’

সেইসঙ্গে জানিয়ে দেন, বাইরের গুন্ডাদের ঢুকতে দেওয়া হবে না। মমতার অভিযোগ, সিপিএম (Cpim) আর কংগ্রেসের (Congress) মদতে এসেছে বিজেপি (Bjp)।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ভোটে জিততে টাকাপয়সা ছড়াচ্ছে। তিনি বলেন, “বিজেপি টাকা দিলে টাকা নিয়ে মাংস-ভাত খান। ভোটের বাক্সে গিয়ে ভোটটা উল্টে দিন”। বিজেপি বর্ধমানে নিজেদের পার্টি অফিসে আগুন জ্বালাচ্ছে, ব্যারাকপুরেও গোলমাল বলে অভিযোগ তোলেন মমতা।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক ভিডিও তৈরি করছে। ‘মিথ্যেবাদী-ফেক দল’ বলেও গেরুয়া শিবিরকে দিন কটাক্ষ করেন মমতা।

সায়নী ঘোষ (Sayani Gosh) এবং দেবলীনা দত্তর (Debolina Dutta) হেনস্থার বিষয়ও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অভিনেত্রীদের হুমকি দেওয়া হচ্ছে তাঁরা রাজ্যের বাইরে গেলে রেপ করে দেওয়া হবে। তৃণমূল (Tmc) নেত্রী হুঙ্কার দিয়ে বলেন, ক্ষমতা থাকলে বাংলার মেয়েদের গায়ে হাত দিয়ে দেখাও বুঝিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় কী, পশ্চিমবঙ্গ কী”। বিজেপিকে প্রতিরোধ করতে বাংলার মা-বোনেদের প্রথম সারিতে এগিয়ে আসার আহ্বান জানান মমতা।

আরও পড়ুন-বেইমানদের আর দলে ঢুকতে দেব না: পুরশুড়ায় সাফ জানালেন তৃণমূল নেত্রী

Advt

Previous articleদেশের যে কোনও প্রান্ত থেকেই দেওয়া যাবে ভোট, ‘রিমোট ভোটিং’ চালুর ঘোষণা কমিশনের
Next article‘তরুণ প্রজন্মের ওপর রাষ্ট্রের গুরুভার’, বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে খোশমেজাজে মোদি