Thursday, November 6, 2025

অসুস্থ মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়

Date:

গুরুতর অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে (Arup Roy) দেখতে হাসপাতালে গেলেন সদ্য পদত্যাগী বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের সমবায়মন্ত্রী৷

অরূপ রায়ের দ্রুত আরোগ্য কামনা করেন রাজীব। প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্ত্রিসভা ত্যাগের পর তাঁর প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন অরূপ রায়। হাসপাতাল থেকে বেরিয়ে এদিন রাজীববাবু বলেন, “এখন ভালোই আছেন মন্ত্রী। আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন।” প্রাক্তন বনমন্ত্রী পাশাপাশি বলেন,”উনি কাজের মানুষ,রাজনীতির মানুষ। তাই মানসিক চাপ থাকা স্বাভাবিক। সেই চাপেই অসুস্থ হয়েছেন, ঠিক হয়ে যাবেন তাড়াতাড়ি”৷ প্রসঙ্গত, সমবায় মন্ত্রী অরূপ রায়ের হার্টে একটি ব্লকেজ ধরা পড়েছে। স্টেন্ট-ও বসানো হয়েছে।

হাওড়ার তৃণমূল রাজনীতিতে অরূপ রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সদ্ভাব নেই দীর্ঘ দিন ধরেই৷ একাধিকবার প্রকাশ্যে এসেছে রাজীব এবং অরূপ গোষ্ঠীর কোন্দল। তবে এদিন এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি রাজীব। প্রাক্তণ সতীর্থকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ কোনও রাজনীতির কথা নয়৷ আমি অরূপ রায়কে সম্মান করি। তিনি ঘুমিয়ে ছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। একটি স্টেন্ট বসানো হয়েছে তাঁর। আমি চাই দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন।” এদিকে উডল্যান্ডস হাসপাতাল (Woodlands Hospital) সূত্রে জানা গিয়েছে, অরূপ রায়ের হার্টে একটি ব্লকেজ রয়েছে। স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে অরূপ রায়ের অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন-একুশের ভোটে রাজ্যে আসতে পারে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version