Tuesday, January 13, 2026

“দাদা আমি সাতে পাঁচে”র প্যারডিতেই রুদ্রনীলকে খোঁচা অনিকেতের

Date:

Share post:

নিপাট গা বাঁচানো মধ্যবিত্ত বাঙালিকে ঠুকে লকডাউনে (Lockdown) কবিতা লিখে নিজেই তো আবৃত্তি করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সেই আবৃত্তি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তবে সম্প্রতি তাঁর রাজনৈতিক অবস্থান ঘিরে সেই কবিতায় রুদ্রনীলের বিরুদ্ধেই বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। এবার সেই কবিতার প্যারোডি করে রুদ্রনীলকেই ঠুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় (Aniket Chatterjee)। প্রথমে রুদ্রনীল ছিলেন বামে। তারপর এসেছিলেন বর্তমান শাসকদলে। সেখানে রীতিমতো সরকারি পদ পেয়েছিলেন। সম্প্রতি তিনি গেরুয়ার দিকে ঝুঁকে বিজেপি (Bjp) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ভিক্টোরিয়ায় (Victoria) গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই পরিবর্তনকেই তীব্র কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন পরিচালক অনিকেত।

সেখানে অনিকেত লিখছেন, “দাদা আমি সাতে পাঁচে থাকি না। লালবাতি গাড়ি চাই। 3 লাখি পদ চাই। সে সব তো ছাড়তেই পারি না। দাদা আমি সাতে পাঁচে থাকি না। তবে দেখেছি অনেক ভেবে, কী কোথায় পাওয়া যাবে, সে হিসেবের শেষে সে গোয়ালে কে কে যাবে, যদি লাভ থাকে সে হিসেবে, সেই সুযোগ কভু আমি ছাড়ি না। দাদা আমি সাতে পাঁচে থাকি না।”

এরপরে অনিকেত লিখছেন, দাদা আমি সাতে পাঁচে থাকি না। লালে লাল উড়িয়েছি নট বিপ্লবী। দিদির আচল ধরে বাগিয়েছে সবই। এবার গেরুয়া ধরে এমপি হবই আমি। আহা! দেব হতে সাধ কি মোর জাগে না? দাদা আমি সাতে পাঁচে থাকি না”। যেভাবে রুদ্রনীলের কবিতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, ততই দ্রুত ভাইরাল হচ্ছে অনিকেত চট্টোপাধ্যায়ের এই প্যারোডিও। অনেকেই তাঁর পোস্টের তলায় রুদ্রনীলের প্রতি তীব্র কটাক্ষ এবং সমালোচনা করে অনিকেতের পক্ষ নিয়ে পোস্ট করছেন।

আরও পড়ুন:লালকেল্লায় কৃষক আন্দোলনের পতাকা ওড়ানোর সমালোচনা, কী বললেন কৃষক নেতারা?

Advt

spot_img

Related articles

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...