Thursday, December 25, 2025

স্বপনকান্তির বাড়িতে অনুব্রত, পার্থকে দল থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা তৃণমূলের

Date:

Share post:

একই দিনে দুই পদক্ষেপ শাসক দল তৃণমূলের( tmc)। দল ছেড়ে চলে যাওয়া প্রাক্তন বিধায়ক তথা ব্যবসায়ী স্বপনকান্তি ঘোষের ( swapan kanti ghosh)    বাড়িতে গেলেন দোর্দ্দণ্ডপ্রতাপ বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (  anubrata mondal) ওরফে কেষ্টদা। কেষ্টদার সঙ্গে ছিলেন তাঁর সহ-সভাপতি অভিজিৎ সিংহও। আর একই দিনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দল ভাঙার অভিযোগে রাণাঘাট পুরসভার প্রশাসক ও প্রাক্তন বিধায়ক পার্থ সারথি দাশগুপ্তকে নদিয়া জেলা তৃণমূল সহ-সভাপতির পদ থেকে সরানো হলো। তাঁকে পুর প্রশাসকের পদ থেকে এখন শুধু সরানোর অপেক্ষা। দুই পদক্ষেপেই যথেষ্ট চমক আছে, দাবি রাজনৈতিক মহলের। আর বার্তা হলো, একদিকে যেমন বিজেপির সঙ্গে সম্পর্ক যারা রাখছেন, তাদের যে রেয়াত করা হবে না, সেই বিষয়টি স্পষ্ট করার পাশাপাশি বসে যাওয়া পুরনো ও স্বচ্ছ্ব ভাবমূর্তির নেতা-কর্মীদের ফিরিয়ে আনার প্রয়াস শুরু হয়েছে।

এক সময়ের হেভিওয়েট এবং বিধায়ক স্বপনবাবু যথেষ্টই জনপ্রিয় ছিলেন। পরিবর্তনের জমানায় ২০১১ সালে তিনি সিউড়ি থেকে নির্বাচিত হন। কিন্তু এলাকার পাণীয় জলের সমস্যা সমাধানে দলের অসহযোগিতা ও দুর্নীতির প্রশ্ন তুলে তিনি পদত্যাগ করেন। রাজনীতি থেকে অবসর নেন। অন্য কোনও রাজনৈতিক দলে নাম লেখাননি। অনুব্রতর সঙ্গে তাঁর বিবাদ ছিল রাজনৈতিক মহলে সুপরিচিত। সেই স্বপনকান্তির প্যাটেলনগরের বাড়িতে সোমবার রাতে ‘কেষ্টদা’র পদার্পণে চাঞ্চল্য। একটি সূত্রের খবর, জনপ্রিয় ও স্বচ্ছ্ব ভাবমূর্তির স্বপনকে দলে ফিরিয়ে নিয়ে প্রার্থী করার কথা ভাবা হয়েছে। কারণ, এলাকার কর্মীদের দাবি, প্রার্থী করা হোক কোনও ভূমিপুত্রকেই। দলের শীর্ষ নেতৃত্বের তরফে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত। কেউ কেউ বলছেন, এর পিছনে রয়েছে ভোটকুশলী পিকের হাত। অনুব্রত অবশ্য বলেছেন, সৌজন্য সাক্ষাৎ।

অন্যদিকে পার্থর বিরুদ্ধে অভিযোগ, তিনি তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অভিযোগ, অনুগামীদের পার্থ বলেছিলেন, যে যত তাড়াতাড়ি পার বিজেপিতে চলে যাও। দলের জেলা সভাপতি মহুয়া মৈত্রর চিঠি পাওয়ার পরেই তিনি সব অভিযোগ নস্যাৎ করে বলেছেন, দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল।

দু নৌকোয় পা দিয়ে চলা নেতাদের যে তৃণমূল আর রেয়াত করবে না, তা স্পষ্ট করে দিচ্ছেন দলীয় নেতৃত্ব।

আরও পড়ুন:রাজ্যের নয়া উদ্যোগ ‘লাইব্রেরি অন বোট’

Advt

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...