Saturday, May 3, 2025

স্বপনকান্তির বাড়িতে অনুব্রত, পার্থকে দল থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা তৃণমূলের

Date:

Share post:

একই দিনে দুই পদক্ষেপ শাসক দল তৃণমূলের( tmc)। দল ছেড়ে চলে যাওয়া প্রাক্তন বিধায়ক তথা ব্যবসায়ী স্বপনকান্তি ঘোষের ( swapan kanti ghosh)    বাড়িতে গেলেন দোর্দ্দণ্ডপ্রতাপ বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (  anubrata mondal) ওরফে কেষ্টদা। কেষ্টদার সঙ্গে ছিলেন তাঁর সহ-সভাপতি অভিজিৎ সিংহও। আর একই দিনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দল ভাঙার অভিযোগে রাণাঘাট পুরসভার প্রশাসক ও প্রাক্তন বিধায়ক পার্থ সারথি দাশগুপ্তকে নদিয়া জেলা তৃণমূল সহ-সভাপতির পদ থেকে সরানো হলো। তাঁকে পুর প্রশাসকের পদ থেকে এখন শুধু সরানোর অপেক্ষা। দুই পদক্ষেপেই যথেষ্ট চমক আছে, দাবি রাজনৈতিক মহলের। আর বার্তা হলো, একদিকে যেমন বিজেপির সঙ্গে সম্পর্ক যারা রাখছেন, তাদের যে রেয়াত করা হবে না, সেই বিষয়টি স্পষ্ট করার পাশাপাশি বসে যাওয়া পুরনো ও স্বচ্ছ্ব ভাবমূর্তির নেতা-কর্মীদের ফিরিয়ে আনার প্রয়াস শুরু হয়েছে।

এক সময়ের হেভিওয়েট এবং বিধায়ক স্বপনবাবু যথেষ্টই জনপ্রিয় ছিলেন। পরিবর্তনের জমানায় ২০১১ সালে তিনি সিউড়ি থেকে নির্বাচিত হন। কিন্তু এলাকার পাণীয় জলের সমস্যা সমাধানে দলের অসহযোগিতা ও দুর্নীতির প্রশ্ন তুলে তিনি পদত্যাগ করেন। রাজনীতি থেকে অবসর নেন। অন্য কোনও রাজনৈতিক দলে নাম লেখাননি। অনুব্রতর সঙ্গে তাঁর বিবাদ ছিল রাজনৈতিক মহলে সুপরিচিত। সেই স্বপনকান্তির প্যাটেলনগরের বাড়িতে সোমবার রাতে ‘কেষ্টদা’র পদার্পণে চাঞ্চল্য। একটি সূত্রের খবর, জনপ্রিয় ও স্বচ্ছ্ব ভাবমূর্তির স্বপনকে দলে ফিরিয়ে নিয়ে প্রার্থী করার কথা ভাবা হয়েছে। কারণ, এলাকার কর্মীদের দাবি, প্রার্থী করা হোক কোনও ভূমিপুত্রকেই। দলের শীর্ষ নেতৃত্বের তরফে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত। কেউ কেউ বলছেন, এর পিছনে রয়েছে ভোটকুশলী পিকের হাত। অনুব্রত অবশ্য বলেছেন, সৌজন্য সাক্ষাৎ।

অন্যদিকে পার্থর বিরুদ্ধে অভিযোগ, তিনি তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অভিযোগ, অনুগামীদের পার্থ বলেছিলেন, যে যত তাড়াতাড়ি পার বিজেপিতে চলে যাও। দলের জেলা সভাপতি মহুয়া মৈত্রর চিঠি পাওয়ার পরেই তিনি সব অভিযোগ নস্যাৎ করে বলেছেন, দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল।

দু নৌকোয় পা দিয়ে চলা নেতাদের যে তৃণমূল আর রেয়াত করবে না, তা স্পষ্ট করে দিচ্ছেন দলীয় নেতৃত্ব।

আরও পড়ুন:রাজ্যের নয়া উদ্যোগ ‘লাইব্রেরি অন বোট’

Advt

 

spot_img
spot_img

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...