ট্র্যাক্টর মিছিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা কৃষকদের, দিল্লি সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ

কৃষক সংগঠনগুলির ট্রাক্টর মিছিল নিয়ে সংঘর্ষ পুলিশের সঙ্গে। সংগঠনের তরফে জানানো হয়েছিল, মিছিল হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হলেই, তার আগে নয়। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো ।
দিল্লি সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ তৈরি হল । ব্যারিকেড ভেঙে কৃষকরা এগোনোর চেষ্টা করতেই লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেলও ফাটানো হয় ।
ইতিমধ্যে সিংঘু, টিকরি, গাজিয়াবাদ, চিল্লা সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির অভিমুখে রওনা দিয়েছে ৷ নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা দিল্লিতে প্রবেশ করার মুখে রাজধানীর উপকণ্ঠে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বলে জানা গিয়েছে । হরিয়ানা ও দিল্লির মাঝে সিঙ্ঘু সীমান্তের কাছে পাঁচ হাজারেরও বেশি কৃষক নির্ধারিত সময়ের আগেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিশ বাধা দেয় । এরপরই ব্যারিকেড ভাঙে বিক্ষোভরত কৃষকরা ।

Previous articleমর্মান্তিক: কুসংস্কারের বশে নৃশংসভাবে দুই মেয়েকে খুন করলেন বাবা-মা!
Next articleফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়, গৃহহীন বেশ কয়েকটি পরিবার