সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্ম সম্মানে ভূষিত করা হল বাংলার সাত কৃতীকে। এবছর বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন প্রখ্যাত কার্টুনশিল্পী ও লেখক নারায়ণ দেবনাথ (কলা (Narayan debnath), মৌমা দাস (খেলা) (Mouma Das), কামালি সোরেন (সমাজসেবা), জগদীশচন্দ্র হালদার (শিক্ষা), সুজিত চট্টোপাধ্যায় (শিক্ষা), বীরেন কুমার বসাক (কলা), ধর্ম নারায়ণ বর্মা (শিক্ষা)।

আরও পড়ুন:২৬ জানুয়ারি, মঙ্গলবারের বাজার দর
