Monday, May 5, 2025

টালমাটাল ইতালির রাজনীতি, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে

Date:

করোনা পরিস্থিতির জেরে ইতালির অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। এহেন অবস্থায় মাঝেই এবার পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে (Giuseppe Conte)। গত সোমবারই প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিবৃতি পেশ করে জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি। সেইমতো সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণে পদত্যাগ করলেন কন্তে। প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে ঘোর অনিশ্চয়তার মুখে পড়ল ইতালি(Italy) রাজনীতি।

প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির ‘ইটালিয়া ভিভা’ দল জোট থেকে বেরিয়ে যাওয়ার ফলে সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারান প্রধানমন্ত্রী(Prime Minister) গিউসেপ্পে কন্তে। এরপর গত সপ্তাহে আস্থা ভোট হয়েছিল ইতালিতে। যদিও সেই আস্থাভোটে জিতে গিয়েছিলেন তিনি। তবে সংখ্যাগরিষ্ঠতা না থাকার জেরে মঙ্গলবার পদত্যাগ করে দিলেন কন্তে। ইতালির প্রেসিডেন্ট দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কন্তে। যদিও সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ইস্তফা দিলেও ফের ইতালির মসনদে ফেরার সম্ভাবনা রয়েছে কন্তের।

আরও পড়ুন:বিনয় মিশ্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি

ইতালির নিয়ম অনুযায়ী আরো একবার শক্তিশালী সরকার গড়ার সুযোগ দেওয়া হতে পারে কন্তেকে। সে ক্ষেত্রে আরও বড় কোনও জোট বেঁধে মসনদে বসার সুযোগ রয়েছে তাঁর হাতে। তবে শেষপর্যন্ত যদি তা না হয় সে ক্ষেত্রে অন্য কাউকে সরকার গড়ার সুযোগ দেবেন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে শুরু থেকেই বেশ কোণঠাসা ছিলেন ইতালির প্রধানমন্ত্রী। আক্রান্তের সংখ্যার পাশাপাশি ক্রমাগতভাবে সেখানে বেড়েছে মৃত্যুর হার। ইতালির অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। সব মিলিয়ে তারই চূড়ান্ত পরিণতি দেখা গেল মঙ্গলবার।

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version