Friday, August 22, 2025

অসুস্থ ‘পদ্মশ্রী’ নারায়ণ দেবনাথ, করা হল কোভিড পরীক্ষা

Date:

Share post:

‘পদ্মশ্রী’ সম্মান ঘোষণার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়লেন বিশিষ্ট কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। তাঁর বয়স এখন ৯৭ বছর। বার্ধক্যের কারণে এমনিতেই নানা রোগ বাসা বেঁধেছে শরীরে। কমেছে দৃষ্টিশক্তিও। পরিবারিক সূত্রে জানা গিয়েছে, যেদিন ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার কথা নারায়ণবাবুকে  জানানো হয়, সেদিন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। ঠান্ডা লেগে গিয়েছে। সর্দির কারণে বুকে কফও জমেছে। মঙ্গলবার রাতেই নারায়ণ দেবনাথকে হাসপাতালে ভর্তি করানোর কথা ভাবা হয়েছিল। সেই জন্য করোনা (Corona Virus) পরীক্ষা করানো প্রয়োজন। শিল্পীর শিবপুরের বাড়িতে গিয়ে তাঁর সোয়াব স্যাম্পেল সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্ট আসবে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন প্রবীণ শিল্পীকে হাসপাতালে ভর্তি করানো হবে কিনা।

নারায়ণ দেবনাথের জন্ম ১৯২৫ সালে হাওড়া জেলার শিবপুরে। পৈতৃক ভিটে ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুরে। তবে তাঁর ছবি আঁকা শেখা ইন্ডিয়ান আর্ট কলেজের চিত্রকলা বিভাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টালমাটাল সময়ের কারণে শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। কিন্তু তত দিনে রপ্ত করে ফেলেছেন আঁকাআঁকির যাবতীয় কলাকৌশল । কেরিয়ার শুরু প্রসাধন সামগ্রীর লোগো, মাস্টহেড আর সিনেমা কোম্পানির বিভিন্ন লিফলেটের কাজ করে। তারপরেই কাজ করার সুযোগ পান শুকতারা পত্রিকাতে। সেখানেই প্রথম তাঁর হাত থেকে সৃষ্টি হয় বাঁটুল দ্য গ্রেট ৷ তারপর একে একে নন্টে-ফন্টে ও হাঁদা ভোঁদা ৷ যা কালক্রমে বঙ্গজীবনের ইতিহাস হয়ে ওঠে। নারায়ণ দেবনাথের সৃষ্ট চরিত্রগুলো ধীরে ধীরে হয়ে ওঠে বাঙালির প্রানের মানুষ । মনের মানুষ। ২০১৩ সালে নারায়ণ দেবনাথকে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কারে সম্মনিত করে পশ্চিমবঙ্গ সরকার। পেয়েছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও।

Advt

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...