Friday, December 19, 2025

অসুস্থ ‘পদ্মশ্রী’ নারায়ণ দেবনাথ, করা হল কোভিড পরীক্ষা

Date:

Share post:

‘পদ্মশ্রী’ সম্মান ঘোষণার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়লেন বিশিষ্ট কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। তাঁর বয়স এখন ৯৭ বছর। বার্ধক্যের কারণে এমনিতেই নানা রোগ বাসা বেঁধেছে শরীরে। কমেছে দৃষ্টিশক্তিও। পরিবারিক সূত্রে জানা গিয়েছে, যেদিন ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার কথা নারায়ণবাবুকে  জানানো হয়, সেদিন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। ঠান্ডা লেগে গিয়েছে। সর্দির কারণে বুকে কফও জমেছে। মঙ্গলবার রাতেই নারায়ণ দেবনাথকে হাসপাতালে ভর্তি করানোর কথা ভাবা হয়েছিল। সেই জন্য করোনা (Corona Virus) পরীক্ষা করানো প্রয়োজন। শিল্পীর শিবপুরের বাড়িতে গিয়ে তাঁর সোয়াব স্যাম্পেল সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্ট আসবে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন প্রবীণ শিল্পীকে হাসপাতালে ভর্তি করানো হবে কিনা।

নারায়ণ দেবনাথের জন্ম ১৯২৫ সালে হাওড়া জেলার শিবপুরে। পৈতৃক ভিটে ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুরে। তবে তাঁর ছবি আঁকা শেখা ইন্ডিয়ান আর্ট কলেজের চিত্রকলা বিভাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টালমাটাল সময়ের কারণে শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। কিন্তু তত দিনে রপ্ত করে ফেলেছেন আঁকাআঁকির যাবতীয় কলাকৌশল । কেরিয়ার শুরু প্রসাধন সামগ্রীর লোগো, মাস্টহেড আর সিনেমা কোম্পানির বিভিন্ন লিফলেটের কাজ করে। তারপরেই কাজ করার সুযোগ পান শুকতারা পত্রিকাতে। সেখানেই প্রথম তাঁর হাত থেকে সৃষ্টি হয় বাঁটুল দ্য গ্রেট ৷ তারপর একে একে নন্টে-ফন্টে ও হাঁদা ভোঁদা ৷ যা কালক্রমে বঙ্গজীবনের ইতিহাস হয়ে ওঠে। নারায়ণ দেবনাথের সৃষ্ট চরিত্রগুলো ধীরে ধীরে হয়ে ওঠে বাঙালির প্রানের মানুষ । মনের মানুষ। ২০১৩ সালে নারায়ণ দেবনাথকে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কারে সম্মনিত করে পশ্চিমবঙ্গ সরকার। পেয়েছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও।

Advt

 

spot_img

Related articles

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...