Thursday, December 25, 2025

হাওড়া পুরসভায় অবিলম্বে নির্বাচন করানোর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

চাপ বাড়লো রাজ্য প্রশাসনের৷

২০১৮ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) মেয়াদ শেষ হয়েছে৷ তারপর থেকে আর পুরভোট হয়নি৷ হাওড়ায় বসেছে প্রশাসক। ঠিক একই চিত্র রাজ্যের শতাধিক পুরসভায়৷

এবার গঙ্গার পশ্চিম পাড়ের হাওড়া পুরসভায় দ্রুত প্রস্তুতি নিয়ে ভোট করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)৷ শুক্রবার হাইকোর্টর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন৷ ভোট করানোর নির্দেশ দিলেও, সেজন্য কোনও সময়সীমা দেয়নি আদালত।

প্রায় দু’বছর হাওড়া পুরসভায় নির্বাচিত কোনও জনপ্রতিনিধি না থাকায় পুর পরিষেবার অনেক সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত বাসিন্দারা। এই পরিস্থিতিতে বারবার হাওড়া পুর এলাকায় ভোট করার দাবি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু তাতে আমল দেয়নি রাজ্য সরকার।
শেষ পর্যন্ত হাওড়া পুরসভায় ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হাওড়া জেলা সিপিএম (Howrah Dist CPIM)। হলফনামায় বলা হয়, পুরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে৷ নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এলাকায় উন্নয়নও স্তব্ধ রয়েছে। মিলছে না পুর পরিষেবাও৷ আরও গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষ অভিযোগ জানানোর জায়গা পর্যন্ত পাচ্ছেন না। কিন্তু বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে নির্লিপ্ত রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।

সিপিএমের দায়ের করা সেই মামলার শুনানির শেষে অবিলম্বে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে হাওড়া পুরসভায় নির্বাচন করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের ফলে হাওড়ায় তো বটেই রাজ্যজুড়ে ১০০-র বেশি পুরসভায় বকেয়া থাকা নির্বাচন করানোর জন্য চাপ বাড়ল রাজ্য সরকারের ওপরে। তবে এদিন আদালত কলকাতার পুরভোট নিয়ে কোনও মন্তব্য করেনি৷ কারণ, কলকাতা পুরসভার প্রশাসক নিয়োগকে চ্যালেঞ্জ করা মামলা বর্তমানে সু্প্রিম কোর্টের বিচারাধীন। ফলে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি হাইকোর্ট।

আরও পড়ুন:হঠাৎ ইস্তফা! রাজনীতিতে আসছেন চন্দননগরের পুলিশ কমিশনার?

আর মাস তিন-চারেক পরই রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা৷ বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকার হাওড়ায় পুরনিগমের ভোট নিয়ে কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার৷

Advt

spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...