তমলুকের ৩ কলেজের সভাপতির পদ থেকে অপসারিত দিব্যেন্দু

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন গত ১৯ ডিসেম্বর৷ এরপরই শিশির এবং সৌমেন্দু অধিকারীকে একাধিক দলীয় ও প্রশাসনিক পদ থেকে সরানো হয়৷ এবার সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও (MP Dibyendu Adhikary) সরানো হলো তিনটি কলেজের পরিচালন সমিতির পদ থেকে৷

তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু৷ তাঁর সংসদীয় কেন্দ্রের অন্তর্গত তিনটি কলেজ,
কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ও নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো দিব্যেন্দুকে৷ এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা দফতরের নির্দেশেই সাংসদকে সরিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে এই তিন কলেজে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়ের প্রশাসক হয়েছেন হলদিয়ার মহকুমাশাসক অবনীত পুনিয়া। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে পরিচালন কমিটির প্রশাসক হয়েছেন তমলুকের মহকুমা শাসক প্রণব সাঙ্গুইকে এবং কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের প্রশাসক করা হয়েছে কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানিকে।

এদিকে, সাংসদ দিব্যেন্দু এদিনই দাবি করেছেন, অনেক আগেই তিনি ওই ৩ কলেজের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। সুতরাং সরিয়ে দেওয়ার প্রশ্নই নেই৷ তিনি বলেছেন, “রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’’

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷
হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷ শনিবারই প্রকাশ্যে আসে, সেই
অনুষ্ঠানে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- তামিলনাড়ু নির্বাচনে জোট বেঁধে লড়বে AIADMK ও BJP, ঘোষণা নাড্ডার

দিব্যেন্দুর দাদা শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারের গতিবিধির দিকে কড়া রাখছে তৃণমূল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পর্যায়ক্রমে কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সরানো হয় সৌম্যেন্দু অধিকারীকে।

এরপর ১২ জানুয়ারি দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয় কাঁথির সাংসদ শিশির অধিকারীকে।

গত ১৩ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি পদ থেকেও সরানো হয় শিশির অধিকারীকে।

এ বার তমলুক লোকসভা কেন্দ্রের তিনটি কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে সরানো হলো।

আরও পড়ুন- অমিতের বাড়িতেই বিজেপিতে যোগ রাজীব-বৈশালীসহ ছ’জনের

Advt

Previous articleঅমিতের বাড়িতেই বিজেপিতে যোগ রাজীব-বৈশালীসহ ছ’জনের
Next articleকেরলের বিরুদ্ধে নামার আগে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ বাগান কোচ হাবাসের