Tuesday, November 11, 2025

সৌরভের অপেক্ষায় সুধীর, টেস্ট ম‍্যাচ দেখতে কথা বলতে চান দাদার সঙ্গে

Date:

Share post:

ভারত- ইংল‍্যান্ড ( india vs england) ম‍্যাচ দেখতে দেওয়ার অনুরোধ করতে কলকাতায় বিসিসিআই প্রেসিডেন্ট ( bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( sourav ganguly)সঙ্গে দেখা করতে এসেছিলেন সুধীর গৌতম( sudhir gautam)। কিন্তু কলকাতায় এলেও মহারাজের সঙ্গে দেখা করতে পারছেন না সুধীর। কারণ তিনি যেদিন কলকাতা শহরে পা রেখেছেন, সেদিনই দ্বিতীয়বার বুকে ব‍্যথা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। বসেছে দুটো স্টেন্টও। তাই দাদার সঙ্গে দেখা করা হয়ে উঠছে না সুধীরের।

সুধীর ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকারের অন্ধ ভক্ত। সচিনের খেলা পৃথিবীর যেই প্রান্তে হতো সেখানেই পৌঁছে যেতেন তিনি। শুধু সচিন নন, ভারতীয় দলের খেলা যেখানেই হবে সেখানেই পৌঁছে যান সুধীর। কিন্তু করোনার কারণে স্টেডিয়ামে দর্শকদের ধোকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৫ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে ভারত- ইংল‍্যান্ড সিরিজ। সেই ম‍্যাচ দেখার জন‍্য সৌরভের কাছে অনুমতি নিতে এসেছিলেন সুধীর। কিন্তু মহারাজ হাসপাতালে ভর্তি হওয়ায় দেখা করে উঠতে পারছেন না তিনি।

ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচ দেখার জন‍্য সচিনের সঙ্গেও কথা বলেছেন সুধীর। কিন্তু সচিন তাকে জানিয়ে দিয়েছেন, যে এই বিষয় তিনি কোন সাহায্য করতে পারবেন না। এর পাশাপাশি সুধীরকে সচিন বলেন, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া চেন্নাই টেস্ট দেখার কোনও রকম পদক্ষেপ যেন না নেন সুধীর।”

শুধু তাই নয় সচিনের কাছে সুধীর আর্জি করেন, সৌরভের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করে যেন তাঁর টেস্ট দেখার অনুমতি জোগাড় করে দেওয়া হয়। ভারত-ইংল‍্যান্ড টেস্ট ম‍্যাচ দেখার জন‍্য নাছোড় সুধীর। ম‍্যাচ দেখার জন‍্য দাদার থেকে অনুমতি নিয়েই কলকাতা ছাড়বেন তিনি। তাই সুধীর ঠিক করেছেন মহারাজ হাসপাতাল থেকে ছাড়া পেলে, তাঁর সঙ্গে দেখা করে টেস্ট খেলা দেখার অনুমতি নেবেন তিনি।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে নামার আগে সতর্ক ইংল‍্যান্ড, বিরাটকে নিয়ে আলাদা পরিকল্পনা গ্রাহামের

Advt

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...