Wednesday, August 20, 2025

বহিষ্কার প্রত্যাহার বিজেপির, স্বমহিমায় ফের রাজনীতিতে ফিরছেন কালোসোনা

Date:

দীর্ঘ ৮ মাস নির্বাসনে থাকার পর ফের স্বমহিমায় রাজনীতিতে ফিরতে চলেছেন বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল। দল বিরোধী কাজের জন্য গত বছর জুলাই মাসে কালোসোনা মন্ডলকে(Kalosona Mandal) বহিষ্কার করেছিল রাজ্য বিজেপি(BJP)। কালোসোনার পাশাপাশি বহিস্কৃত হয়েছিলেন বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রও। অবশেষে তাদের বহিষ্কার প্রত্যাহারের নির্দেশ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং জেলা সভাপতি ধ্রুব সাহা। ফলস্বরূপ নির্বাচনের প্রাক মুহূর্ত ফের এই নেতৃত্তের দলে ফেরার ঘটনায় বাড়তি অক্সিজেন পাচ্ছে বীরভূম(Birbhum) বিজেপি।

প্রসঙ্গত বীরভূম জেলা বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ এই কালোসোনা মন্ডল। রাজু পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকে তার জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায় বীরভূমে। একাধিক সভামঞ্চে শাসক-বিরোধী তার ভাষণে আকৃষ্ট হন সাধারণমানুষ। তবে ২০২০ সালের জুলাই মাসে দল বিরোধী কাজের অভিযোগ ওঠে কালোসোনা মন্ডলকে গেছে তৎকালীন বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল দল থেকে বহিষ্কার করেন তাকে। তার পাশাপাশি বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রকেও বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:‘মান থাকলে তো হানি করা যায়!’ শুভেন্দুর নোটিশ পেয়ে অভিষেকের কড়া আইনি জবাব

যদিও তার নেতৃত্বে বীরভূমে বিজেপি যে শক্ত পায়ে দাঁড়িয়েছে তা কোনোভাবেই অস্বীকার করে না জেলা নেতৃত্ব। এমনকি বীরভূমের মনিরুল ইসলামের বিজেপি যোগদানের পর দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল কালোসোনাকে। দলের বাইরে থাকলেও বিজেপির জন্য নির্বিকার ভাবে কাজ করে গিয়েছেন তিনি, এমনটাই দাবি করে তার ঘনিষ্ঠ মহল। অবশেষে শনিবার তার বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করা হয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তরফে।

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version