Thursday, November 6, 2025

কৃষক আন্দোলন: হিংসার তদন্তে লালকেল্লা পৌঁছলো গুজরাটের ফরেনসিক টিম

Date:

২৬ জনুয়ারি লালকেল্লার(Lalkila) ঘটনায় সরকার যে কড়া হাতে মাঠে নামছে সে ঘোষণা আগেই করে দেওয়া হয়েছিল। সেই ধারা অব্যাহত রেখে এবার তদন্তের গতি বাড়ালো দিল্লি পুলিশ(Delhi Police)। রবিবার ট্রাক্টর মিছিলের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়া লালকেল্লায় তদন্তের জন্য গুজরাট(Gujarat) থেকে পৌঁছলো ৬ সদস্যের ফরেনসিক টিম(forensic team)। রবিবার আইটিওতে(ITO) হিংসাত্মক এলাকায় অনুসন্ধান চালানোর পর লালকেল্লা পৌঁছে ৬ সদস্যের ওই ফরেনসিক দল।

প্রসঙ্গত, কৃষকদের ট্রাক্টর মিছিলে হিংসাত্মক ঘটনার জেরে আহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি পুলিশকর্মী। পাশাপাশি লালকেল্লায় কৃষকদের তরফে টাঙিয়ে দেওয়া হয় ধর্মীয় পতাকা। গোটা দেশজুড়ে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। এই ঘটনার পরই কৃষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় সরকার। গ্রেফতার করা হয় বহু আন্দোলনকারীকে। পাশাপাশি জারি থাকে তদন্ত। গত শনিবার একটি ফরেনসিক দলের তরফে নমুনা সংগ্রহ করা হয় লালকেল্লার বিক্ষোভ স্থল থেকে। ফরেনসিক টিমের তরফে ঘটনাস্থল থেকে রক্তের নমুনা, ফিঙ্গারপ্রিন্ট সহ একাধিক নমুনা সংগ্রহ করা হয়। এরপর রবিবার ঘটনাস্থলে পৌঁছল ফরেনসিক দলের সদস্যরা।

আরও পড়ুন:কৃষক আন্দোলন কভার করতে গিয়ে গ্রেফতার দুই সাংবাদিক, মনদীপকে পাঠানো হল তিহারে

উল্লেখ্য, দিল্লি পুলিশের তরফে ট্রাক্টর মিছিলে হিংসার ঘটনার জেরে এখনো পর্যন্ত ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের তরফে শনিবার জানানো হয়, ১৭০০ টিরও বেশি মোবাইল ভিডিও ক্লিপ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যাতে হিংসায় অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা যায়। আইটিও এলাকায় কৃষকের মৃত্যু নিয়ে মিথ্যা খবর প্রচারের অভিযোগে দিল্লি পুলিশের তরফে কংগ্রেস সাংসদ শশী থারুর সহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

Related articles

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...
Exit mobile version