হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ( sourav ganguly)। রবিবার সকালে নিজের গাড়িতে করে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন তিনি। সম্পূর্ণ সুস্থ আছেন মহারাজ, এমনটাই জানান হাসপাতাল কতৃপক্ষ।

গত ২৭ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় ফের একবার হাসপাতালে ভর্তি করানো হয় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ২৮ জানুয়ারি বসানো হয় বাকি দুটি স্টেন্টও। তারপর দুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন মহারাজ। রবিবার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি।
বছরের শুরুতে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তখন হাসপাতাল পক্ষ থেকে জানানো হয় হার্ট অ্যাটাক হয়েছিল মহারাজের। সেই সময় বসানো হয়েছিল একটি স্টেন্ট।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
