Sunday, May 4, 2025

স্মৃতি থাকলেও অমিত অনুপস্থিতিতে ডুমুরজলার মূল ফোকাস রাজীবেই

Date:

Share post:

কথা ছিল আসবেন খোদ অমিত শাহ(Amit Shah)। যদিও শেষবেলায় বাতিল হয়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। তবে আয়োজনে খামতি নেই ডুমুরজলা স্টেডিয়ামে। রবিবার অমিত শাহের অনুপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে এই মঞ্চে উপস্থিত থাকছেন স্মৃতি ইরানি(Smriti Irani)। আর তাঁর নেতৃত্বেই শুরু হতে চলেছে মেগা যোগদান মেলা। তবে স্মৃতি থাকলেও ডুমুরজলায় আজ সকলের নজর কাড়তে চলেছেন নির্বাচনের প্রাক্কালে সদ্য গেরুয়া রঙয়ে নিজেকে রাঙিয়ে নেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। পাশাপাশি মঞ্চে লাগানো হয়েছে বিশাল এলইডি পর্দা। স্বশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি এই মঞ্চ থেকে ভাষণ দেবেন অমিত শাহ।

ডুমুরজলার সভা শুরু হওয়ার কথা রয়েছে রবিবার দুপুর ১২ টা থেকে। সকাল থেকেই স্টেডিয়াম চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন এই মঞ্চ থেকে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়ার যুব তৃনমূলের জেলা সভাপতি অরূপ রায় ঘনিষ্ঠ অনুপম ঘোষ, হাওড়া পুরসভার মেয়র পারিষদ বানী সিংহরায়। অরূপ রায়ের প্রাক্তন আপ্ত সহায়কেরও। পাশাপাশিহাওড়া পুরসভার একাধিক কাউন্সিলরও আজ যোগ দিতে পারেন বিজেপিতে। একইসঙ্গে রুদ্রনীল বিজেপিতে যোগ দেওয়ার পর আরও একাধিক তারকারও যোগ দেওয়ার কথা রয়েছে এ দিন। যদিও তারা কারা সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি বিজেপির তরফে।

উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের জেরে অমিত শাহের সফর বাতিল হয়ে যাওয়ার পর একেবারে শেষ মুহূর্তে অমিত শাহর অনুরোধে বিশেষ চার্টার্ড বিমান দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয় রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ সহ মোট ছয়জন নেতৃত্বকে। সেখানেই অমিত শাহের বাড়িতে বিজেপি উত্তরীয় গায়ে চড়িয়ে নেন তারা। এরপর আজ ডুমুরজলা সভামঞ্চে উপস্থিত থাকতে চলেছেন শব্দ বিজেপিতে যোগ দেওয়া এই সমস্ত নেতৃত্ব।

Advt

spot_img
spot_img

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...