Saturday, August 23, 2025

৭৫-এর অধিক বয়স্ক পেনশনভোগীদের দিতে হবে না আয়কর, বাজেটে বড় ঘোষণা নির্মলার

Date:

করোনা পরিস্থিতির মাঝে ২০২১ সালের প্রথম বাজেট অধিবেশনে বেহাল অর্থনীতির(economy) ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মোদি সরকার(Modi government)। আর সেই লক্ষ্যেই আগামী অর্থবর্ষের জন্য একাধিক পদক্ষেপের পাশাপাশি আয়করের ক্ষেত্রে বড় ঘোষণা করল সরকার। এদিন বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala sitharaman) জানান করদাতাদের ওপর যতটা সম্ভব কম চাপ দিতে হবে। পাশাপাশি ৭৫ বছরের অধিক বয়স্ক পেনশনভোগীদের জন্য এদিন কর ছাড়ের কথা ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী।

এদিনের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ‘৭৫ বছরের বেশি পেনশনভোগীদের জন্য সুদের ওপর সম্পূর্ণ ছাড় দেবে সরকার। শুধু তাই নয় ৭৫ বছরের বেশি পেনশনভোগীদের ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে না।’ মূলত ৭৫ বছরের অধিক বয়স্ক যারা ব্যাংকের সুদের উপর নির্ভরশীল তাদের জন্যই এই ছাড় ঘোষণা করেছে সরকার। তবে কেন এই ৭৫ সংখ্যাটি বেছে নেওয়া হয়েছে এদিন তার ব্যাখ্যা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানানো হয় স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি আগে প্রবীনদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বাজেটকে ‘দিশাহীন’ বললো কংগ্রেস, আপ জানালো, সবকিছু ‘বিক্রি’ করার সরকার

পাশাপাশি এদিন মধ্যবিত্তদের বাড়ি তৈরির জন্য বাজেটে বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ (১.৫ লক্ষ) টাকা পর্যন্ত করছাড় (Tax exemption) মিলবে বলে জানিয়েছেন তিনি। এই সুবিধা মিলবে মার্চের ২০২২ পর্যন্ত। বাড়ি কেনা এবং ভাড়া, দু’ক্ষেত্রে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি, শেয়ারের ডিভিডেন্ট থেকে টিডিএস কাটা হবে না বলেও এ দিন জানান নির্মলা।

তবে এর বাইরে আয়করের ক্ষেত্রে সমস্তকিছুই অপরিবর্তিত রাখা হয়েছে পূর্বের মতোই। আয়করের ক্ষেত্রে পুরনো স্ল্যাবই বহাল থাকবে।
২.৫ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় – ০%
২.৫-৫ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় – ৫% ( শর্ত সাপেক্ষে ০%)।
৫-১০ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় – ২০%
১০-৫০ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় – ৩০%+৪% (স্বাস্থ্য ও শিক্ষা) সেস।
৫০ লক্ষ-১ কোটি পর্যন্ত বার্ষিক আয় – ৩০%+৪% সেস+১০% সারচার্জ।
১-১০ কোটি পর্যন্ত বার্ষিক আয় – ৩০%+৪% সেস+১৫% সারচার্জ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version