Saturday, November 8, 2025

আশা-নিরাশার দোলাচলের মধ্যেই জিএসটি আদায়ে রেকর্ড গড়ে বাজেট পেশের পথে কেন্দ্র

Date:

জানুয়ারি মাসের দেশজুড়ে জিএসটি (GST) সংগ্রহ ছাপিয়ে গেল অতীতের সমস্ত রেকর্ডকে। করোনার (Corona) দাপট সত্ত্বেও গত বছর ডিসেম্বরে মাসে জিএসটি আদায় ছাড়িয়েছিল ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ২০১৭ সালের জুলাইয়ে অভিন্ন পরোক্ষ কর ব্যবস্থাটি চালু হওয়া পর যা ছিল এক মাসে সর্বোচ্চ সংগ্রহ। এবার নতুন বছরের প্রথম মাসে সেই রেকর্ড টপকে জিএসটি আদায় হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৮৪৭ কোটি টাকা।

গতকাল রবিবার, বছরের প্রথম মাসের শেষদিন ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত এই হিসেব প্রকাশ করেছে অর্থমন্ত্রক (Finance Ministry)। গত অক্টোবর থেকে লাগাতার চার মাস এই কর বাবদ আদায় ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। আজ, সোমবার বাজেটের (Central Budget) আগে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে।

এদিকে চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। ফলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় ৭২০ টাকা ৫০ পয়সা রইল। তবে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১৯৪ টাকা বাড়িয়েছে কেন্দ্র। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬০৪ টাকা। বাজেটের আগেই হঠাৎ এমন দাম বৃদ্ধি একটা অংশের ক্ষোভের মুখে কেন্দ্র।

তবে আজ সাধারণ বাজেট পেশের আগে সরকারের কাছে আশার বিষয় হল আইএমএফের(IMF) একটি ভবিষ্যতবাণী। সেখানে বলা হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ১১.৫ শতাংশ এবং ওই বৃদ্ধি নাকি চিনকেও টপকে যাবে। তবে আশঙ্কার কারণ হল অন্য একটি ভবিষ্যতবাণী। সেখানে বলা হয়েছিল, ভারতের অর্থনীতি সংকুচিত হতে পারে ৮ শতাংশ পর্যন্ত। সব মিলিয়ে আশা-নিরাশার দোলাচলে কিছুক্ষণ-এর মধ্যেই বাজেই পেশ করবেন নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)।

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version