Monday, August 25, 2025

আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। লড়াইয়ের ময়দানে মূলত যুযুধান দুই পক্ষ তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। তবে নির্বাচনের আগে দলবদলের বাজারে বেশ এগিয়ে গেরুয়া শিবির। ভাঙন ধরেছে শাসক ঘাসফুল শিবিরে। কিন্তু দলবদলুদের বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, সোমবার নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) “অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন”-এর রাজ্য সম্মেলনের যোগ দিয়ে তেমনটাই বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

দলত্যাগী নেতানেত্রীদের একহাত নিয়ে মমতা বলেন, “কয়েকটা চোর-ডাকাত অনেক টাকা করে ফেলেছে। তারা গোবর্ধনের কাছে টাকা জমা দিতে যাচ্ছে। চিন্তা করার কোনও কারণ নেই। ওগুলোকে আমি এমনিতেই টিকিট দিতাম না। তৃণমূলই ফের ক্ষমতায় আসছে।”

এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটের আগে বিজেপি একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। টাকা ছড়ানো হচ্ছে। তাঁর কথায়, “ভোটের সময় অনেক কথা বলা হয়। কিন্তু বাস্তবে তা পালন করা হয় না। আমরা করে বলি। ওরা যা বলে তা করে না। টাকা দেবে ওরা। নিয়ে নিন। তবে টাকা দিয়ে যেন ভোট করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। এজেন্সি দিয়ে বেঁচে থাকুক বিজেপি। আমরা আপনাদের হৃদয়ে বাঁচব।”

রেশন ডিলারদের মমতা আরও একবার মনে করিয়ে দেন করোনা আবহে লকডাউন পর্বে রাজ্য সরকারের কী ভূমিকা ছিল। আর বিজেপি কীভাবে কুৎসা করেছে। তিনি বলেন, “কোভিডের সময় আমি নিজেও রেশন দোকানে ঘুরেছিলাম। ঠিকমতো চলেছে। একটা-দুটো রেশন দোকানে গন্ডগোল হয়েছে। তা নিয়ে অনেকে মিথ্যা কথা রটিয়ে দেয়। হামলাও করেছে। হিংসুটে লোকেরা কাজ নেই, কর্ম নেই। কৈকেয়ী, মন্থরার মতো কুটুস-কুটুস করে। কী করে চিমটি কাটা যায়।”

আরও পড়ুন:Budget 2021: আরও ১ কোটি ঘরে দেওয়া হবে বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version