Monday, August 25, 2025

উত্তরবঙ্গ উৎসব সূচনায় ৯ বিশিষ্টকে বঙ্গরত্ন, জয়ী সেতুর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

একগুচ্ছ প্রকল্প সম্পূর্ণ হয়েছে। তাই সেগুলির উদ্বোধন ও উত্তরবঙ্গের বিশিষ্ট নজন ব্যক্তিত্বকে বঙ্গরত্ন (Bangaratna) সম্মান দিয়ে শুরু হল উত্তরবঙ্গ উৎসব। সোমবার বেলা ৩টে নাগাদ শিলিগুড়ির (Siliguri) সুভাষপল্লির বাঘা যতীন পার্কে ওই অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক শেখর চক্রবর্তী, কার্শিয়াঙের সমাজসেবী রঙ্গু সৌরিয়া, কালিম্পঙের নাট্যশিল্পী সি কে শ্রেষ্ঠা, জলপাইগুড়ির পরিবেশপ্রেমী রাজা রাউথ, আলিপুরদুয়ারের লোকসঙ্গীত গবেষক প্রমোদ নাথ, কোচবিহারের সাংবাদিক মৈনুন্দিন চিস্তি, উত্তর দিনাজপুরের অবসরপ্রাপ্ত অধ্যাপক পার্থকুমার সেন, দক্ষিণ দিনাজপুরের সমাজকর্মী তাপসকুমার চক্রবর্তী ও মালদার নাট্যশিল্পী পরিমল ত্রিবেদীকে বঙ্গরত্ন সম্মান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বঙ্গরত্ন প্রাপকদের হাতে স্মারক উপহার ও এক লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

ওই উৎসব মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হলদিবাড়িতে (Haldibari) তিস্তার (Teasta) উপরে তৈরি ‘জয়ী’ সেতুর উদ্বোধন করেন। রাজ্যের সবচেয়ে দীর্ঘ সেতু এটি। প্রায় সাড়ে ৩ কিলোমিটার। দীর্ঘ সেতু হওয়ার ফলে, হলদিবাড়ি থেকে জেলা সদর কোচবিহারে যাতায়াতের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার কমে গেল। তা ছাড়া একাধিক যুব আবাসের উদ্বোধন হয়েছে এদিন। তার মধ্যে রয়েছে ‘ভোরের আলো’ প্রকল্পের গজলডোবা যুব আবাসও। উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম জেলাতেও যুব আবাস চালু হল ওই মঞ্চ থেকেই।

উত্তরবঙ্গ উৎসব শিলিগুড়িতে শুরু হলেও তা পর্যায়ক্রমে ১০ ফেব্রুয়ারি অবধি গোটা উত্তরবঙ্গ জুড়েই হবে। ২-৩ ফেব্রুয়ারি উৎসব হবে শিলিগুড়ির বিধাননগরে। ৩-৪ ফেব্রুয়ারি দার্জিলিঙের (Darjeeling) ম্যাল চৌরাস্তা ও কার্শিয়াঙের (Kousiong) কমিউনিটি হলে হবে। ৬ এবং ৭ ফেব্রুয়ারি কালিম্পঙের টাউন হলে হবে উৎসব। গরুবাথানের ছোটা ফাগু টি এস্টেটে ৯-১০ উৎসবের অনুষ্ঠান হবে। জলপাইগুড়ি জেলায় আর্ট গ্যালারিতে ৯-১০ ফেব্রুয়ারি নানা অনুষ্ঠান হবে। আলিপুরদুয়ারের রবীন্দ্র মঞ্চে ও হ্যামিল্টন কালীবাড়ি প্রাঙ্গনে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠান হবে। কোচবিহারে (Coochbehar) উৎসব অডিটোরিয়ামে ও তুফানগঞ্জ কমিউনিটি হলে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি নানা অনুষ্ঠান হবে। উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের রবীন্দ্র ভবমন ও ইসলামপুর হাই স্কুলের মাঠে ৯-১০ ফেব্রুয়ারি উৎসব হবে। দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) ৯ ও ১০ ফেব্রুয়ারি তপনের রবীন্দ্র ভবন ও কুশমন্ডি হাই স্কুলের মাঠে অনুষ্ঠান হবে। মালদায় সানাউলল্লা মঞ্চ, দুর্গাকিঙ্কর সদর এবং চাঁচল রবীন্দ্র ভবনে ৬ এবং ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ উৎসবের নানা অনুষ্ঠান হবে।

আরও পড়ুন-ভোট-দরবার মমতার: লোকসভার খামতি বিধানসভায় পুষিয়ে দেবেন উত্তরবঙ্গের মানুষ

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version