Tuesday, November 11, 2025

মিয়ানমারে সেনা অভ্যুত্থান, গ্রেফতার সু চি সহ দেশের শীর্ষ নেতারা

Date:

Share post:

মিয়ানমারে (Myanmar) হঠাৎ সেনা অভ্যুত্থান (military coup)। তুমুল টালমাটাল পরিস্থিতি। ভারতের পূর্বদিকের এই দেশটিতে ক্ষমতার দখল নিল সেনাবাহিনী (army)। অভ্যুত্থানের পরই সেনার হাতে গ্রেফতার হয়েছেন রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দল তথা দেশের অন্যতম শীর্ষ নেত্রী অং সান সু চি (su chi)। সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (NLD)) মুখপাত্র শীর্ষ নেতৃত্বের গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার করা হয়েছে শাসক দলের একাধিক শীর্ষ নেতাকে। দেশে এক বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা (emergency)। মিয়ানমারের সেনা অভ্যুত্থান ও রাজনৈতিক সংকটে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

মিয়ানমারের রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। প্রধান প্রধান শহরগুলিতে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে পার্লামেন্ট অধিবেশনও স্থগিত করা হয়েছে, যা আজ থেকে শুরু হওয়ার কথা ছিল।

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঘটনাচক্রে, মিয়ানমারে অবস্থিত পশ্চিমি দেশগুলির রাষ্ট্রদূতদের পক্ষ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয় আগেই। তার পরিপ্রেক্ষিতে শনিবার অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী। অথচ সোমবার ভোরেই পট পরিবর্তন। নির্বাচিত সরকারকে হটিয়ে দেশের দখল নিল সেনা।

উল্লেখ্য, নভেম্বরে মিয়ানমারে নির্বাচনের পর থেকেই অসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর উত্তেজনা বাড়ছিল। তার মধ্যেই আজ সোমবার থেকে নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। তার আগে আজ ভোরেই সেনা অভ্যুত্থান। গত বছরের ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় জয় পায়। সেনাবাহিনী সমর্থিত দল ইউএসডিপি নির্বাচনে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃত হয় এবং নতুন করে নির্বাচনের দাবি করে। দাবি মানা না হলে সেনাবাহিনী ফের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিল।

 

spot_img

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...