ফালাকাটায় জায়ান্ট স্ক্রিনে চাক্ষুষ করা যাবে গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি

চারদিনের উত্তরবঙ্গ সফরে আজ সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার ফালাকাটায় আদিবাসী দের একটি গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি ।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে,আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান এলাকার প্রায় ৮০০ পাত্র-পাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে ।মিল রোডের লাগোয়া মাঠে ওই গণবিবাহের অনুষ্ঠানটি হবে।
স্বাভাবিকভাবেই এরকম একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকায় রীতিমতো খুশির জোয়ার ওই এলাকার নিচু তলার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এবং প্রত্যেকেরই ইচ্ছা একবার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার। কিন্তু বাধ সেধেছে সরকারি নিয়মবিধি।

কারণ, সরকারি উদ্যোগে হওয়ায় ওই অনুষ্ঠানে সাধারণের প্রবেশ নিষেধ। যদিও দুধের স্বাদ ঘোলে মেটাতে উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায় জানিয়েছেন, ফালাকাটার সাধারণ মানুষ ও তাঁদের কথা ভেবে চারটি জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। সেখানেই চোখ রাখতে হবে সবাইকে।সরাসরি সম্প্রচার করা হবে গণবিবাহের অনুষ্ঠান ও মুখ্যমন্ত্রীর বক্তব্য ।

Previous articleডুমুরজলাতেই ৭ ফেব্রুয়ারি বিজেপির জবাবি-সভা তৃণমূলের
Next articleবেসরকারি স্কুলগুলিতে এক শ্রেণির অভিভাবকদের চক্রান্ত, প্ররোচনা, রাজ্যের কড়া পদক্ষেপের দাবি