অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ বহন করে সৎকার করলেন এক মহিলা সাব-ইন্সপেক্টর

অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃতদেহ বহন করে দাহ করলেন মহিলা সাব-ইন্সপেক্টর। অন্ধপ্রদেশের শ্রীকাকুলামে প্রায় দুই কিলোমিটার রাস্তা মৃতদেহ নিজের কাঁধে তুলে দাহ কার্য সম্পন্ন করেন সাব-ইন্সপেক্টর কে শীর্ষা।

শ্রীকাকুলামের রাস্তায় ঠান্ডার মধ্যে এক বৃদ্ধের নগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শীর্ষা। সেখানে পৌঁছে শীর্ষা স্থানীয়দের অনুরোধ করেন যাতে মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া যায়৷ কিন্তু কেউ সাহায্য করেননি। অবশেষে তিনি নিজের কাঁধে তুলে ওই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন।

শীর্ষা শ্রীকাকুলামের কাশিবুগ্গা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত৷ শীর্ষাকে এইভাবে মৃতদেহ তুলে নিতে দেখে কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ এরপর তারা স্থানীয় একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থার সহযোগিতায় ওই মৃতদেহর দাহকার্য শেষ করে৷

জেলা পুলিশ শীর্ষার এই কাজকে কুর্নিশ জানিয়েছেন৷ তেলেঙ্গানা রাজ্য পুলিশ তাঁকে ধন্যবাদ দিয়ে টুইট করেছে। তাঁরা লিখেছেন,” ‘স্যালুট ম্যাডাম, আপনি যে পেশা বেছে নিয়েছেন, যে ইউনিফর্ম পরেন তাঁর জন্য গর্ব অনুভব করি৷ আপনার সার্ভিসের জন্য কৃতজ্ঞ৷’

আরও পড়ুন : দলিত কিশোরীকে পাঁচ মাস ধরে গণধর্ষণে অভিযুক্ত ১৭ বিজেপি কর্মী, প্রতিবাদ কংগ্রেসের

Advt

Previous articleদলিত কিশোরীকে পাঁচ মাস ধরে গণধর্ষণে অভিযুক্ত ১৭ বিজেপি কর্মী, প্রতিবাদ কংগ্রেসের
Next articleইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি শুরু বিরাট বাহিনীর