Saturday, November 8, 2025

কয়লা পাচারকাণ্ড: রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত করতে হবে সিবিআইকে, নির্দেশ হাইকোর্টের

Date:

কয়লা পাচারকাণ্ডের (Coal Smuggling) তদন্তে (Investigation) গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ দিয়েছে, রেলের এলাকার বাইরে গিয়ে তদন্ত করতে হলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে সিবিআই-কে (CBI)। রাজ্যের সঙ্গে কথা বলেই সিবিআইকে তদন্ত করতে হবে। রাজ্যের সঙ্গে যৌথভাবে তল্লাশি করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

এদিকে হাইকোর্টের নির্দেশের পরই লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা শুরু করেছে সিবিআই। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কেন তল্লাশি চালাতে হবে? সিবিআই সূত্রে খবর, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে আগেই এফআইআর করেছে সিবিআই। সেই এফআইআর বাতিল করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল লালা। যদিও তার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, রেলওয়ে আইন অনুযায়ী রেলের জমির মধ্যে নির্বিঘ্নে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু রেলের আওতাধীন নয়, এমন জায়গায় তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক। তবে রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকায় থাকা কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে, তাঁকে সমন পাঠাতেই পারে সিবিআই। শুধু তল্লাশি অভিযান চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে যুগ্মভাবে তা করতে হবে।

আরও পড়ুন-রাজ্যের এক্তিয়ারভুক্ত অঞ্চলে নিতে হবে পুলিশের অনুমতি: হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ সিবিআই

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version