রাজ্যের এক্তিয়ারভুক্ত অঞ্চলে নিতে হবে পুলিশের অনুমতি: হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ সিবিআই

হাই কোর্ট

সিবিআইয়ের মামলা নিয়ে কার্যত জয় রাজ্যের। না জানিয়ে রাজ্য পুলিশের (Police) অধীনে অঞ্চলে সিবিআই (Cbi) তল্লাশির বিরুদ্ধে আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে (Highcourt)। বুধবার শুনানিতে হাইকোর্ট জানিয়ে দেয়, রাজ্যের এক্তিয়ারভুক্ত কোনও অঞ্চলে তদন্তে গেলে রাজ্য পুলিশের অনুমতি প্রয়োজন। সম্প্রতি কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে, না জানিয়ে খনি অঞ্চলে তদন্ত গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তার প্রেক্ষিতে এই মামলা করা হয়।

যদিও হাইকোর্টে এই রায়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন রাজ্য পুলিশকে নিয়ে তল্লাশিতে যেতে হবে? সে বিষয়ে প্রশ্ন তোলেন সিবিআই আধিকারিকরা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা রয়েছে সিবিআইয়ের।

আরও পড়ুন-আজ অবসর সিবিআই ডিরেক্টরের, অন্তর্বর্তী দায়িত্বে প্রভীন সিনহা

Advt