আজ অবসর সিবিআই ডিরেক্টরের, অন্তর্বর্তী দায়িত্বে প্রভীন সিনহা

দুই বছরের কার্যকালের মেয়াদ শেষ করে আজই অবসর নিচ্ছেন সিবিআই ডিরেক্টর (cbi director) ঋষিকুমার শুক্লা। পরবর্তী সিবিআই ডিরেক্টর ঠিক করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি। ততদিন পর্যন্ত অন্তর্বর্তী (interim) সিবিআই ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাবেন অতিরিক্ত ডিরেক্টর প্রভীন সিনহা (praveen sinha)। এই মুহূর্তে তিনিই সিবিআইয়ের সবচেয়ে সিনিয়র অফিসার। তাই কয়েকদিনের জন্য তাঁর উপরেই বাড়তি দায়িত্ব দেওয়া হল।

প্রসঙ্গত, সিবিআই ডিরেক্টরের মেয়াদ দুবছরের জন্য নির্দিষ্ট থাকে। বর্তমান সিবিআই ডিরেক্টর ঋষিকুমার শুক্লা এর আগে মধ্যপ্রদেশ পুলিশের ডিজি ছিলেন। অতি সম্প্রতি আরেক কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডির ডিরেক্টরকে অবসরের পর এক বছর এক্সটেনশন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সিবিআইতে ডিরেক্টরদের এক্সটেনশন দেওয়ার প্রথা নেই। কারণ ইডি ডিরেক্টরকে সরাসরি কেন্দ্র নিয়োগ করলেও সিবিআই ডিরেক্টর নিয়োগের প্রক্রিয়াটি তুলনামূলকভাবে জটিল। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন হাই পাওয়ার কমিটি বসে নাম চূড়ান্ত করে। এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও থাকেন দেশের প্রধান বিচারপতি, লোকসভার বিরোধী দলনেতা, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের চেয়ারম্যান প্রমুখ। এবার সংসদের বাজেট অধিবেশনের পর এই বৈঠক বসার কথা। সেখানেই ঠিক হবে নতুন ডিরেক্টরের নাম। সেই কদিন অন্তর্বর্তী ডিরেক্টর হিসেবে থাকবেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর প্রভীন সিনহা। সূত্রের খবর, সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসাবে যাঁদের নাম নিয়ে আলোচনা হতে পারে তাঁদের মধ্যে আছেন এনআইএ প্রধান ওয়াই সি মোদি, বিএসএফ প্রধান রাকেশ আস্থানা, মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন প্রধান সুবোধকুমার জয়সয়াল, কেরালা পুলিশের প্রধান লোকনাথ বেহুরা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ডিজি এস এস দেসওয়ালের মত অফিসাররা।

আরও পড়ুন-হোয়াইট হাউসের ভারত যোগ, বাইডেনের প্রশাসনে এবার বাঁকুড়ার সোহিনী

Advt

Previous articleএখনই বিদায় নিচ্ছে না শীত, আরও নামবে তাপমাত্রা
Next articleরাজ্যের এক্তিয়ারভুক্ত অঞ্চলে নিতে হবে পুলিশের অনুমতি: হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ সিবিআই