এখনই বিদায় নিচ্ছে না শীত, আরও নামবে তাপমাত্রা

today decrease temperature in kolkata

এখনই বিদায় নিচ্ছে না শীত। শেষবেলায় শীতের জমিয়ে ব্যাটিং। আগামী সপ্তাহ জুড়ে কনকনে ঠান্ডায় কাঁপবে রাজ্যবাসী। আরও নামবে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি বঙ্গে। দু-একটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গে কিছু এলাকায় ঘন কুয়াশা থাকবে আরও বেশ কিছু দিন। তবে রাজ্যের অন্যত্র হালকা-মাঝারি কুয়াশা থাকলেও পরে তা পরিষ্কার। কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে আজ সারা দিন।

কাল সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। তারপরই ফের নামবে পারদ। বৃষ্টির সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে তুষারপাত হতে পারে সিকিমে এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায়। রবি-সোমবার নাগাদ আরও একদফা নামবে পারদ। শীতের আরও একটা জবুথবু স্পেল বাংলায়।

কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯%।

আরও পড়ুন-বিজেপি-বিরোধী গানে আপত্তি প্রযোজক দেবের! ক্ষুব্ধ পরিচালক অনিকেত,জল্পনা তুঙ্গে

Advt

Previous articleহোয়াইট হাউসের ভারত যোগ, বাইডেনের প্রশাসনে এবার বাঁকুড়ার সোহিনী
Next articleআজ অবসর সিবিআই ডিরেক্টরের, অন্তর্বর্তী দায়িত্বে প্রভীন সিনহা