আজ কলকাতা পুরসভার ভোট অন অ্যাকাউন্ট

এ বছর রাজ্যে বিধানসভা ভোট (Assembly Election)
তাই পূর্ণাঙ্গ বাজেট (Budget) নয়। নিয়ম মেনে আজ, বুধবার কলকাতা পুরসভায় (KMC) পেশ হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট (Vote On Account)। এখনও পর্যন্ত যা খবর, তাতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রাজ্যের বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা। তাই তার আগেই পুরসভার জরুরি পরিষেবা চালাতে নিত্য খরচ খরচের জন্য ভোট অন অ্যাকাউন্ট পাস করে নিতে চাইছে পুর কর্তৃপক্ষ।

৩১ মার্চ পর্যন্ত বাজেট করা রয়েছে। তারপর আগামী ছয় মাস অর্থাৎ পয়লা এপ্রিল থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত খরচ চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্ট পাস করানো হবে। আজ প্রশাসক বোর্ডের বৈঠকে সেটা পেশ হবে।

 

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleআপাতত আরও ৩ মাস হিমঘরে NRC-CAA