Friday, August 22, 2025

বার্ড ফ্লু আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল লালকেল্লা

Date:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল দিল্লির ঐতিহাসিক  সৌধ লালকেল্লা।  স্থানীয় এবং বহিরাগত সব ধরনে দর্শকদের জন্যই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে এই সৌধ। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (Archaeological Survey of India)-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যেভাবে মারাত্মকহারে বার্ড ফ্লু সংক্রামিত হচ্ছে, তাতে রাশ টানতে লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা শাসক এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ সৌধ লালকেল্লা আগামী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত স্থানীয় এবং বাইরের  পর্যটকদের জন্য বন্ধ থাকবে। কারণ, দিল্লির যে এলাকায় লালকেল্লার অবস্থান, সেই এলাকায় এভিয়েন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ রয়েছে। এলাকাটি ইনফেক্টেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। তাই পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে  এই ঐতিহাসিক সৌধ।

গত ২৬ জানুয়ারি  সাধারণ তন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি বিশৃঙ্খলা তৈরি করায় ২৭ জানুয়ারি লালকেল্লা বন্ধ রাখা হয়েছিল দর্শক এবং পর্যটকদের জন্য। ঘটনার তদন্তে শুরু করেছে দিল্লি পুলিশ। শনিবার ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল লালকেল্লার বিভিন্ন অংশে ঘুরে নমুনা সংগ্রহ করেন। তবে সেই অর্ডারে কেন লালকেল্লা বন্ধ রাখা হবে ২৭ জানুয়ারি, তার কোনও উল্লেখ ছিল না। উল্লেখ্য, এর আগেও বার্ড ফ্লু-র জন্য ঐতিহাসিক এই সৌধ বন্ধ রাখা হয়েছিল ৬-১৮ জানুয়ারি এবং ১৯-২২ জানুয়ারি।

আরও পড়ুন –এবার খুলছে স্টেডিয়াম, সুইমিং পুল, বিজ্ঞপ্তিতে জানালো রাজ্য সরকার

Related articles

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...
Exit mobile version