Saturday, August 23, 2025

নির্বাচন ঘোষণার আগেই গোসাবায় সব দেওয়াল তৃণমূলের, “প্রার্থী”র নামও লিখে ফেললেন কর্মীরা

Date:

লক্ষ্য একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। নবান্ন (Nabanna) দখলের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে সব পক্ষই। শীতের আমেজেও তাই ভোটের উত্তাপ ধীরে ধীরে লাগতে শুরু করেছে বঙ্গবাসীর গায়ে। তবে এখনও স্থির হয়নি নির্বাচনের দিনক্ষণ। কিন্তু তার আগেই প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক-বিরোধী।

তবে ভোট ঘোষণা না হলে কোনও দলই প্রার্থী ঘোষণা করে না। এবারেও তা হয়নি। অথচ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার (Gosaba) কিছু এলাকায় দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে বেশকিছু দেওয়ালে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ন্ত নস্করের (Jayanta Naskar) নাম লিখতে শুরু করেছেন দলীয় কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বার বিধানসভা ভোটে নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্র থেকে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর মমতার এই ঘোষণাকে কেন্দ্র করে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। কারণ, শুভেন্দুর খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর দলনেত্রীর সেই ঘোষণার পর নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে “প্রার্থী” মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

কিন্তু জয়ন্ত নস্করের নামে দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, “নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রতিদিন বিধানসভার বিভিন্ন প্রান্তে মিটিং, মিছিল চলছে। জয়ন্ত নস্করই আবার এই এলাকা থেকে তৃণমূলের টিকিটে লড়াই করবেন এটা নিশ্চিত। তাই দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে।”

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত করতে হবে সিবিআইকে, নির্দেশ হাইকোর্টের

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version