মিড ডে মিলে দেওয়া হবে ডাল-সোয়াবিন চিনিও

মিড ডে মিলের (Mid Day Meal) খাবারে এবার নতুন কয়েকটি উপাদান যোগ হল। এখন থেকে প্রতি মাসে মিড ডে মিলে ডাল, সোয়াবিন এবং চিনিও দেওয়া হবে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রতি মাসে ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন ও ৫০০ গ্রাম চিনিও দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু মাত্র মার্চ ও এপ্রিল মাসেই পাওয়া যাবে। মঙ্গলবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, । আগামী মার্চ ও এপ্রিল মাসে এই অতিরিক্ত খাবারগুলি দেওয়া হবে।

কোভিড পরিস্থিতির মধ্যেও পুষ্টির যাতে অভাব না হয় তা নিশ্চিত করতে মিড ডে মিলের খাবার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। লকডাউনের সময় থেকে প্রত্যেক মাসে মিড ডে মিল প্রাপক শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও ১০ টাকার একটি সাবান দেওয়া হচ্ছিল। তবে এদিন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রতি মাসে ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন ও ৫০০ গ্রাম চিনিও দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু মাত্র মার্চ ও এপ্রিল মাসেই পাওয়া যাবে। এজন্য পড়ুয়া পিছু  ৮৬ টাকা করে অতিরিক্ত খরচ হবে রাজ্য সরকারের।

যদিও  মঙ্গলবারের এই বিজ্ঞপ্তি দেখে বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে ভোটের মুখে তোষণ রাজনীতির অভিযোগ তুলছেন বিরোধীরা।  এই সুবিধা শুধুমাত্র মার্চ ও এপ্রিল মাসেই কেন পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে,।এই সুবিধাও ভোটের কথা মাথায় রেখেই দেওয়া হচ্ছে কিনা। কারণ , অতিরিক্ত খাদ্য দেওয়ার এই সময়ের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-বার্ড ফ্লু আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল লালকেল্লা