Friday, December 19, 2025

ফের এনআরসি-সিএএ বিরোধী বার্তা, তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল: মমতা

Date:

Share post:

তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল- কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তপশিলি জাতি-উপজাতির সম্মেলনে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সভার শুরুতেই কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। মুখ্যমন্ত্রী বক্তব্যের শুরুতেই দুজন উঠে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করেন। ভাষণে ছেদ হওয়ায় ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন পুলিশের সিকিউরিটি কোথায়? বিরোধী দলের বিরুদ্ধে সভায় লোক ঢুকিয়ে গোলমালের অভিযোগ করেন তৃণমূল। কিছুক্ষণের জন্য সভার কাজ বন্ধ রাখা হয়। সবাইকে শান্ত থাকার আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। পরিস্থিত শান্ত হলে ফের ভাষণ শুরু করেন মমতা।

বক্তব্যের শুরুতে মুখ্যমন্ত্রী বলেন, সভায় এসে কোনও কিছু চাওয়া যায় না। তার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি আছে। এরপরেই তিনি বলেন, আর কয়েকদিন পরেই নির্বাচনের ঘোষণা হবে। তার আগে কেউ কেউ এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে বলে দাবি জানাচ্ছেন। সেটা এখন করা সম্ভব নয়। “তাতে আমাকে ভোট না দিলে দেবেন না। আমার কিছু আসে যায় না। যাঁরা আমার সঙ্গে থাকবেন, তাঁদের ভোটেই আমার সরকার হয়ে যাবে।’’

এরপরেই তৃণমূল (Tmc) সুপ্রিমো বলেন, “তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল। বিজেপি (Bjp) মিথ্যে খবর ছড়ায়। ওদের ভিডিও দেখে বিশ্বাস করবেন না”। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে ১০ হাজার শিক্ষককে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু সরকার গড়ার পরে তাঁদের স্থায়ী করা দূরের কথা, চাকরিই চলে গিয়েছে। অসমে এনআরসি-র নামে অনেককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা।

মমতা অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য ট্রেন দেয়নি মোদি সরকার। কিন্তু ‘চোরেদের’ দিল্লি নিয়ে যাচ্ছে চার্টার্ড বিমানে।

এদিন ফের এনআরসি-সিএএ (Nrc-Caa) করতে দেবন না বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে উত্তরবঙ্গের সব আসন, জঙ্গলমহলের সব আসন নিয়েছে, কিন্তু কোনও কাজ করেনি বিজেপি।

যে দুজন সভার শুরুতে গোলমাল করেন, সভার শেষে মমতা তাঁদের ডেকে নেন। তিনি বলেন, কিছু বলার থাকলে সভার শেষে বলবেন, শুরুতে কিছু বলবেন না।

 

spot_img

Related articles

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...