সরস্বতী পুজোর পরেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা! খবর নির্বাচন কমিশন সূত্রে

কবে বাংলায় বিধানসভা নির্বাচন? এখন এইটাই সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যজুড়ে। তার মধ্যেই সূত্রের খবর, সরস্বতী পুজোর (Saraswati Pujo) পরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ভোট হতে পারে এপ্রিল-মে মাসে (April-May)।

আলিপুরদুয়ারের (Alipurduwar) জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন আর ৭-৮ দিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হবে। জানা গিয়েছে, সরস্বতী পুজোর পরে দিন ঘোষণা করবে কমিশন (Commission)। ৫ অথবা ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মে মাস পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া।

আরও পড়ুন:উত্তরবঙ্গ থেকে কলকাতা আরও তিনটি ট্রেন, ফের চলবে এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জারও

করোনা (Corona) পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু তাও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোভিড (Covid) বিধি মেনে চলা হবে বলে জানা গিয়েছে।

Advt

Previous articleউত্তরবঙ্গ থেকে কলকাতা আরও তিনটি ট্রেন, ফের চলবে এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জারও
Next articleগাজীপুরে কৃষকদের ধরনা মঞ্চে তৃণমূল-সহ বিরোধী প্রতিনিধি দলকে যেতে বাধা পুলিশের