Saturday, January 10, 2026

”এই বিধায়ক আর নয়”, পাণ্ডবেশ্বর জুড়ে জিতেন্দ্র তিওয়ারি বিরোধী পোস্টার

Date:

Share post:

দলের বিরুদ্ধে “বেসুরো” হওয়ার পর থেকে রাজনৈতিক ভাবে ঘোর সঙ্কটে পাণ্ডবেশ্বরের (Pandobeswar) তৃণমূল (TMC) বিধায়ক (MLA) জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। একটা সময় শুভেন্দু অধিকারীর সুরে সুরে মিলিয়ে বিজেপির (BJP) হাত ধরতে চেয়েছিলেন, কিন্তু গেরুয়া শিবির শুভেন্দুকে গ্রহণ করলেও “বর্জন” করেছে জিতেন্দ্রকে। তারপর থেকেই ঘোর বিপাকে জিতেন্দ্র। ঘরে-বাইরে তাঁর গ্রহণযোগ্যতা কমেছে।

ড্যামেজ কন্ট্রোলের অনেক চেষ্টা করেও ফল মিলছে না। বরং, প্রশাসনিক ও দলের একাধিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জিতেন্দ্রকে। জায়গা পাননি দলের জেলা কমিটিতে। তৃণমূলের (TMC) হয়ে ফের স্বমহিমায় ময়দানে নামার চেষ্টা করছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari)। সম্প্রতি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একই মঞ্চে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tewari)। আগের মতো তৃণমূল ভবনেও আবার যাতায়াত শুরু করেছেন তিনি।

আরও পড়ুন:ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন, এক ধাক্কায় বিরাট বাড়ল রান্নার গ্যাসের দাম

কিন্তু তখনই হঠাৎ ছন্দপতন! ”এই বিধায়ক আর নয়”, ”কয়লাচোর বিধায়ককে মানছি না, মানব না”- এমনই সব পোস্টারে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। রাতের অন্ধকারে কারা লাগলো এই পোস্টার? যে বা যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নেওয়া ও প্রশাসনের দ্বারস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি এই ঘটনা ঘটেছে? যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়।তবে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নিজে অবশ্য এ বিষয়ে মুখ কুলুপ এঁটেছেন।

Advt

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...