Monday, August 25, 2025

‘কৃষক আন্দোলন দেশের আভ্যন্তরীণ সমস্যা’, টুইটে বার্তা সচিন-সৌরভদের

Date:

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্প্রতি সরব হয়ে উঠেছেন আন্তর্জাতিক সেলিব্রিটিরা। তালিকায় রিহানা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ(Greata Thunbarg) ভারত সরকারের পদক্ষেপের বিরোধিতা করে টুইট করেছেন। তাদের সেই টুইটের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ। এবার দেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম টুইট করলেন সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। দেশবাসীকে একজোট থাকার আবেদন জানিয়ে টুইট করলেন তিনি। শুধু তাই নয় সচিনের এই টুইট রিটুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)। সকলেরই এক বক্তব্য ভারত নিজেদের সমস্যা সমাধানের ক্ষমতা রাখে।

রিহানা, গ্রেটা থুনবার্গ এর মত ব্যক্তিত্বদের ট্যুইটের পর এদিন টুইট করে সচিন টেন্ডুলকর লেখেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা যায় না৷ বহির্বিশ্ব দর্শক হতে পারে, কিন্তু এর অংশ হতে পারে না৷ ভারতীয়রা ভারতকে যথেষ্ট ভাল ভাবে জানে এবং তাঁরাই ভারতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে৷ আসুন দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি৷ অনিল কুম্বলে টুইট করে লিখেছেন, ‘বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যথেষ্ট সক্ষম৷’ এদের টুইট রিটুইট করেছেন সৌরভ গাঙ্গুলী।

পাশাপাশি এই ঘটনায় জেরে টুইট করে বিরাট কোহলি লিখেছেন, ‘এই মতবিরোধের সময় সবার ঐক্যবদ্ধ থাকা উচিত৷ কৃষকরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এবং আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই সবপক্ষ শান্তিপূর্ণ সমাধান বের করতে পারবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব।’ সকলের বক্তব্যে অবশ্য এটাই বিষয় ধরা পড়েছে তাহলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করার কথা।

আরও পড়ুন:লখনউ বিমানবন্দরে ধর্নায় প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

প্রসঙ্গত কৃষক আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেলিব্রিটির টুইট ভারতের ভাবমূর্তিকে ক্রমাগত বিঘ্নিত করছিল। এহেন পরিস্থিতিতে পাল্টা বিবৃতি দিয়ে কড়া অবস্থান নেয় ভারতের বিদেশমন্ত্রক। সতর্ক করা হয় টুইটারকে। এই আন্দোলন দিয়ে এবং আন্তর্জাতিক মহলের অতি সক্রিয়তার বিরুদ্ধে টুইট করেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। ভারতের বদনাম করার প্রতিবাদে পাল্টা ট্যুইটারেও #IndiaAgainstPropaganda এবং #IndiaTogether হ্যাশট্যাগে ঝড় ওঠে।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version