ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে রাজ্যে ফের বন্ধ হতে পারে পঠনপাঠন

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হলেই স্কুল- কলেজগুলিকে ক্যাম্পাস ছেড়ে দিতে হবে৷ তাহলে ক্লাশ হবে কীভাবে ?

কমিশন সূত্রের খবর, চলতি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে৷ তখনই চালু হবে আদর্শ আচরণবিধি। প্রশাসন চলে যাবে কমিশনের হাতে। ওদিকে,

নির্ঘণ্ট ঘোষণা হলেই এ রাজ্যের স্পর্শকাতর এলাকায় মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেই৷ ফলে তখনই ক্যাম্পাস অধিগ্রহণ করবে কমিশন৷

স্কুল-কলেজগুলিকে ইতিমধ্যেই ক্যাম্পাস ছেড়ে দিতে তৈরি থাকতে বলেও দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশের পর রাজ্যে আগামী দু’তিন মাস পঠনপাঠন চালু হতে পারবে কি’না তা এখনও স্পষ্ট নয়৷

করোনা-আবহেএবার রাজ্যে প্রায় ৩০ শতাংশ বুথ বেড়েছে। ফলে মোট বুথের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। প্রতি বুথে নিরাপত্তা দিতে অতিরিক্ত বাহিনী প্রয়োজন। সে কারনেই রাজ্যে অবাধ নির্বাচন করাতে এবার এক হাজার কোম্পানি আধা-সেনা বাহিনী আসতে পারে বলে খবর। এই বিশাল সংখ্যক আধাসেনাদের থাকার ব্যবস্থা করতে ভোটের অনেক আগেই বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের দখল নিতে হবে কমিশনকে।

এখন কমিশনের এই নির্দেশ নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাশ শুরু প্রক্রিয়া সম্ভবত ফের অনিশ্চিত করতে চলেছে৷

Advt

 

Previous article‘কৃষক আন্দোলন দেশের আভ্যন্তরীণ সমস্যা’, টুইটে বার্তা সচিন-সৌরভদের
Next article‘২০০০ টাকার জন্য গিয়ে বসে পড়েন’, কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের