Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর বাজেট পেশের শুরুতেই বিধানসভায় বিজেপির গোলমাল, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগানও

Date:

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্তর্বর্তীকালীন বাজেট পেশের শুরুতেই তাল কাটল বিজেপি (Bjp) বিধায়কের গোলমালে। বক্তৃতার শুরুতেই বিজেপি বিধায়করা (Mla) তুমুল হই-হট্টগোল শুরু করেন। ওয়েলে নেমেও বিক্ষোভ দেখান তাঁরা। কেন মুখ্যমন্ত্রী বাজেট পেশ করছেন? তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। যদিও রাজ্যপালের অনুমতিক্রমেই অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। গণ্ডগোলের জেরে ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি বারবার বলেন, “আপনারা আইন জানেন না, তথ্য জানেন না, রাজ্যপালের অনুমতিক্রমেই মুখ্যমন্ত্রী বাজেট পেশ করছেন”।

স্পিকার বার বার আর্জি জানানোর পরেও তাঁদের থামানো যায়নি। এমনকী, বিধানসভার মধ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি।

অন্য দিকে বাম-কংগ্রেস (Left-Congress) আগেই বাজেট বয়কট করেছিলেন। ফলে কার্যত বিরোধীশূন্য বিধানসভায় বাজেট পেশ করেন মমতা।

আরও পড়ুন:‘কৃষকদের ভুল বোঝানো হয়েছে, আন্দোলন এক রাজ্যেই সীমিত’, সংসদে কৃষিমন্ত্রী

ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অতীতে রেলমন্ত্রী হিসেবে অনেক বাজেট পেশ করেছি আমি। অনেক বাজেট পেশের সাক্ষী থেকেছি। কিন্তু বাজেট পেশের সময় এ ধরনের হট্টগোল হয় না। আপনারা আসুন, বাজেট শুনুন। তার পরে তা নিয়ে আলোচনা, আপত্তি থাকতে পারে। তাতে অংশগ্রহণ করুন”। বাজেট পেশের সময় এ ধরনের হট্টগোলে নিন্দা করেন স্পিকারও।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version