Monday, August 25, 2025

কংগ্রেসকে অনেকটাই পিছিয়ে দিয়ে জোটসঙ্গী বামেরা নেমে পড়েছে ভোট-ময়দানে৷

আগামী রবিবার হাওড়ার চার প্রান্তে একইসঙ্গে বামেদের (Left front) চারটি জনসভা হতে চলেছে। এই চারটি সভার দু’টিতে প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Misra)৷ বাকি দু’টির মুখ্য বক্তা বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।একইদিনে সিপিএমের দুই শীর্ষনেতার চারটি জনসভা করার এই সিদ্ধান্ত বেনজির৷

গত রবিবার ডুমুরজলা ময়দানে বিজেপি ‘মহা যোগদান মেলা’ করেছিল। তার ‘জবাব’ হিসেবে আগামী রবিবারই ওই একই মাঠেই বড় জমায়েতের ডাক দিয়েছে তৃণমূল। টক্কর দিতে বাম শিবিরও কোমর বেঁধেছে। তাই আগামী রবিবার, তৃণমূলের সভার দিনেই, হাওড়ার চার প্রান্তে তারা চারটি জনসভা করতে চলেছে। একুশের ভোটের আগে হাওড়ায় বাড়তে চলেছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল ও বিজেপিকে বিনা যুদ্ধে ভোটের জমি না ছাড়ার বার্তা দিতেই এই সমাবেশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সিপিএমের হাওড়া জেলার সম্পাদক বিপ্লব মজুমদার জানিয়েছেন, রবিবার সাঁকরাইল এবং বালি অ্যাথলেটিক ক্লাবের মাঠের জনসভায় বক্তব্য রাখবেন সূর্যকান্ত মিশ্র। আর উলুবেড়িয়া থেকে গড়চুমুক যাওয়ার পথে শ্যামপুর রোড ও আমতার গাজিপুরের জনসভার বক্তা সুজন চক্রবর্তী। যদিও এই সভাকে নির্বাচনী সভা বলছেন না বিপ্লববাবু৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রাজ্যে বেকার সমস্যা সহ কয়েকটি নির্দিষ্ট দাবিতে ওইদিন চার জায়গায় সভা হবে বলে জানান তিনি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version