বিজেপির বিধায়কদের বড় অংশ মনে করেন বিপ্লব নির্ভরতা আগামী নির্বাচনে ত্রিপুরায় দলকে ডোবাবে। তবে সেসব উড়িয়েই ‘সোনার বাংলা’ গড়তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির স্টার প্রচারক হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
যদিও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অধিকাংশ বিজেপি বিধায়ক বিদ্রোহী ভূমিকা নিয়েছেন। বিতর্ক থাকলেও বঙ্গ বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে আনতে মরিয়া।
গত ২ ফেব্রুয়ারি বর্ধমানে সিপিআইএমের জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একপ্রকার ঝড় তুলে দিয়েছেন।
মানিকবাবু জনসভায় বলেন, ত্রিপুরা থেকে শিক্ষা নিন, বিজেপির বিষ গলায় নেবেন না। ত্রিপুরার কোনও সিপিআইএম নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার নেই, সাধারণ মানুষের কাছেই বিপদের আঁচ বুঝতে পারবেন।
