বিয়ের (Wedding Party) মেন্যু কার্ড (Menu Card) বানানোর অভিনবত্ব নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি বেশ কয়েক বছর মেন্যু কার্ডের ক্ষেতে বিশেষ ভাবনা নজরে আসছে। যেখানে উঠে আসছে সামাজিক প্রকল্পগুলিও। নবদম্পতি (New Couple) এই বিশেষ দিনটিকে স্মরণে রাখতে মেন্যু কার্ডেও চমক দিচ্ছে।

এবার এক দম্পতি তাঁদের বিয়েতে খাবারের মেন্যু কার্ডে এনেছেন দুর্দান্ত ভাবনা। আধার কার্ডের (Aadhar Card) আদলে তৈরি সেই মেন্যু কার্ডে রয়েছে খাবারের তালিকা। যা দেখে অতিথিরা বেশ মজা পেয়েছেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই মেন্যু কার্ড। অভিনব মেন্যু কার্ডের সৌজন্যে শহর কলকাতার নবদম্পতি গোগল সাহা এবং সুবর্ণা দাস এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মেন্যু কার্ডের মাঝামাঝি রয়েছে খাদ্যতালিকা।খাদ্যতালিকার পাশে হলোগ্রাম এবং নীচে ক্রমিক সংখ্যা, যা দেখে বিভ্রম বাড়তে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় এই মেনুকার্ডের ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। সম্প্রতি, এক নব দম্পতি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের আদলে মেন্যু কার্ড বানিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে ছিলেন।
