Sunday, November 9, 2025

‘গান্ধিগিরি’ : পেরেকের বদলে ফুলের চারা পুঁতলেন কৃষকরা

Date:

দিল্লি পুলিশকে ‘গান্ধীগিরি’তে জবাব দিলেন আন্দোলনরত কৃষকরা। শনিবার ভারত জুড়ে চাক্কা-জ্যামের ডাক দিয়েছেন কৃষকরা। কৃষকদের এই আন্দোলন রুখতে দিল্লি পুলিশ রাস্তায় পেরেক পুঁতেছিল। দিয়েছিল কংক্রিটের ব্যারিকেড। সেখানেই পেরেকের বদলে বিক্ষোভরত কৃষকরা পুঁতলেন চারাগাছ। দিল্লি-গাজিপুর সীমানায় শুক্রবার চারাগাছ রোপণ করেন কৃষকরা। নেতৃত্ব দেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। এদিন টিকায়েত বলেন, ‘কৃষকরা ন্যায্যমূল্যের দাম চাইছেন, তা কি ভারতের মানহানি করছে?’ এ দিন গাছ লাগানোর পরে ঘোষণা করা হয়েছে, শনিবার যে দেশজুড়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছেন অন্নদাতারা, তার আওতার বাইরে রাখা হয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডকে।

শুক্রবার কৃষকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, তাঁদের চাক্কা-জ্যামের কর্মসূচির ফলে দিল্লিতে কোনও যান চলাচলের অসুবিধা হবে না। যানজটও হবে না। পথ অবরোধ করলেও গর্ভবতী মহিলা, অ্যাম্বুল্যান্স, মুমূর্ষু রোগী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোনও গাড়ির পথ আটকানো হবে না বলে জানিয়েছেন হরিয়ানা কিসান সভার সহ-সভাপতি ইন্দ্রজিৎ সিং।

অন্যদিকে এই আন্দোলনকে সমর্থন করেছে কংগ্রেস। তাঁদের আন্দোলনকে সমর্থন করেছে অন্যান্য বিরোধী দলগুলিও। তবে কৃষকরা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাঁরা এই আন্দোলনকে ‘রাজনৈতিক’ হয়ে উঠতে দেবেন না।

আন্দোলনকারী কৃষকদের পাশাপাশি সাংবাদিক এবং স্থানীয়দেরও হেনস্থা করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ফলে এই অতিমারির পরিস্থিতিতে পড়ুয়াদের পড়াশোনায় অসুবিধে হচ্ছে। যখন মোদি সরকার ডিজিটাল ইন্ডিয়া নিয়ে প্রচার চালাচ্ছে, তখন তারাই আবার ইন্টারনেট পরিষেবা থেকে দেশকে বঞ্চিত করছে’।

আরও পড়ুন-চাক্কা জ্যাম: কড়া নিরাপত্তার চাদরে লালকেল্লা-সহ রাজধানী দিল্লি

Related articles

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...
Exit mobile version