Tuesday, May 6, 2025

মমতাকে নিশানা করে নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার

Date:

দুপুরে মালদার ইংরেজ বাজারের একের পর এক কর্মসূচি সেরে বিকেলে পরিবর্তন যাত্রা উপলক্ষে নবদ্বীপে পৌছন বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। সেখানেও আরও এক দফায় তৃণমূল সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর(chief minister) কড়া সমালোচনা করলেন তিনি। জানিয়ে দিলেন, ‘দুর্নীতিতে ডুবে গিয়েছে তৃণমূল। এই তৃণমূল(TMC) সরকার বিশ্বাসঘাতক। গোটা বাংলা জুড়ে লুঠ চালিয়েছে। তবে বাংলার মানুষ জাগ্রত হয়েছেন।’

বঙ্গের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শনিবার নবদ্বীপ থেকে বিজেপির রাজনৈতিক কর্মসূচি পরিবর্তন যাত্রার সূচনা করেন জেপি নাড্ডা। সেখানেই চৈতন্যদেবের জন্ম ভূমিতে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘সবাইকে নমস্কার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মভূমিতে এসেছি। এমন পবিত্র ভূমিকে আমি নমস্কার জানাই। বাংলায় নবদ্বীপ থেকে শুরু হওয়া এই পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলার মানুষকে জাগানো হবে। এই পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এই পরিবর্তন বিচারধারা পরিবর্তন। মা-মাটি-মানুষের সরকার বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

আরও পড়ুন:পয়েন্ট ধরে ধরে শুভেন্দুর অভিযোগের জবাব দিয়ে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প কৃষক নিধি ও আয়ুষ্মান ভারত বাংলায় চালু না হওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকারকে তোপ দেগে নাড্ডা বলেন, ‘গোটা দেশে ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যপরিসেবা পাইয়ে দিতে এই প্রকল্প চালু করেন মোদিজি। দেশের গরীব দুস্থ মানুষরা যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান তার জন্য এই উদ্যোগ। কিন্তু এ রাজ্যের প্রকল্প চালু হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।’ এরপর অবশ্য তিনি জানিয়ে দেন, ‘ক্ষমতায় এসেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে।’ পাশাপাশি বাংলার সংস্কৃতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রক্ষা করেছেন বলে দাবি করেন নাড্ডা। তার দাবি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের মত মনীষীদের জন্মভূমি এই মাটি এখানকার সংস্কৃতি মমতাজের রক্ষা করতে পারবেন না। সেটা একমাত্র বিজেপি পারবে। পাশাপাশি তৃণমূল সরকারকে তবে আগে তিনি আরও বলেন, ‘এই সরকার তোলাবাজির সরকার, চাল চোর ত্রিপল চোর সরকার। এখানকার জনগণ পরিবর্তন চাইছেন পদ্মফুল ফুটবে বাংলায়।’

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version