Monday, August 25, 2025

কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের মনোভাব বিদ্বেষমূলক, নিন্দায় চিঠি ৭৫ প্রাক্তন আমলার

Date:

কৃষক আন্দোলন (farmers protest) নিয়েও বিভাজন ও মেরুকরণ ঘটাতে চাইছে মোদি সরকার (modi govt.)। আন্দোলনকারীদের প্রতি সরকারের মনোভাব বিদ্বেষমূলক। এই অভিযোগ তুলে ফের সরব হলেন দেশের আমলা মহলের একাংশ। সরাসরি প্রশাসনের শীর্ষ স্তরে কাজ করে আসা এই আমলারা এর আগেও চিঠি দিয়ে কৃষি আইন নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছিলেন।


নরেন্দ্র মোদি সরকারের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় সরব হয়ে ফের কেন্দ্রকে চিঠি পাঠালেন দেশের ৭৫ জন প্রাক্তন শীর্ষস্থানীয় সরকারি আধিকারিক। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের প্রতি কেন্দ্র যে মনোভাব দেখাচ্ছে, খোলা চিঠিতে তার কড়া সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত এই আইএএস (IAS) ও আইপিএস (IPS) অফিসারেরা।

দীর্ঘ সময় ধরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলানো প্রাক্তন আধিকারিকদের অভিযোগ, শুরু থেকেই আন্দোলনকারী কৃষকদের প্রতিপক্ষ ভেবে নিয়েছে সরকার। সেজন্য সংঘাতের পথে হাঁটতে চাইছে। অবিচার করা হচ্ছে কৃষকদের প্রতি। চিঠিতে সই করেছেন প্রাক্তন আইএএস তথা সমাজকর্মী অরুণা রায়, আটের দশকে পাঞ্জাবে সন্ত্রাস দমন অভিযানের অন্যতম কর্তা ও প্রাক্তন ডিজি জুলিয়ো রিবেইরো এবং দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং প্রমুখ। কনস্টিটিউশনাল কনডাক্ট গ্রুপ (সিসিজি) নামে একটি মঞ্চের তরফে প্রকাশিত খোলা চিঠিতে সরকার ও শাসকদলের প্রতি অভিযোগ করে লেখা হয়েছে, বার বার ব্যর্থ হলেও আঞ্চলিক, সাম্প্রদায়িক এবং অন্যান্য বিভেদরেখা টেনে কৃষক আন্দোলনে বিভাজনের চেষ্টা চলছে। এমনকি, ২৬ জানুয়ারির ঘটনার পরও বিভাজন তৈরির চেষ্টা অব্যাহত।

প্রসঙ্গত, দিল্লি সীমানায় কৃষকদের অবস্থান-আন্দোলনের সূচনা পর্বেই তাঁ্রশ পাশে দাঁড়িয়েছিল সিসিজি। ডিসেম্বরে কেন্দ্রের উদ্দেশে লেখা খোলা চিঠিতে প্রাক্তন সরকারি আধিকারিকরা অভিযোগ করেছিলেন, রাজ্যের এক্তিয়ারে থাকা কৃষি আইনে ব্যাপক রদবদল করে কেন্দ্র যে ভাবে বিতর্কিত বিল পাশ করিয়েছে, তাতে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সরাসরি আঘাত করা হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ওই আমলারা সরাসরি আশঙ্কা ব্যক্ত করেন, কিছু কর্পোরেট সংস্থার স্বার্থে তিনটি আইন কার্যকর হলে একদিকে যেমন সরকারি নিয়ন্ত্রণ কমবে, তেমনই বিভিন্ন খাদ্যপণ্যের মজুতদারি এবং কালোবাজারির আশঙ্কাও বাড়বে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version