Saturday, August 23, 2025

রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলুন, অকারণ মন্তব্য করবেন না, কো-অর্ডিনেটরদের বললেন পিকে

Date:

কলকাতা পুরসভার তৃণমূল (TMC) কো-অর্ডিনেটরদের (TMC coordinator ) রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলার এবং অপ্রয়োজনীয় মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে৷

পাশাপাশি,জনসংযোগ আরও বৃদ্ধি করার পরামর্শও দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, একুশের বিধানসভা ভোটের আগে কলকাতায় বুথস্তরের সংগঠন আরও শক্ত করতে হবে কো-অর্ডিনেটরদেরই।

শুক্রবার রাতে চেতলার অহীন্দ্র মঞ্চে কলকাতা পুরসভার (KMC) তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)এবং তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prasant kishore)৷ ওই বৈঠকেই রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলার এবং অপ্রয়োজনীয় মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন প্রশান্ত কিশোর। বুথস্তরের সংগঠন আরও মজবুত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, দলের প্রত্যেক ওয়ার্ড কোঅর্ডিনেটরকে সেবামূলক প্রকল্পের প্রচার করতে হবে৷ পাড়ায় পাড়ায় তথা বাড়ি বাড়ি জনসংযোগ, সরকারি প্রকল্প কীভাবে মানুষের উপকার হয়েছে, তা বোঝাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট তৃণমূলস্তর পর্যন্ত কীভাবে উপকারে আসবে, সেকথা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে বলা হয়েছে। এদিনের বৈঠকে ওয়ার্ড কো-অর্ডিনেটররাও নিজেদের বক্তব্য পেশ করেছেন।

আরও পড়ুন-চাক্কা জ্যাম: কড়া নিরাপত্তার চাদরে লালকেল্লা-সহ রাজধানী দিল্লি

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version