Sunday, August 24, 2025

খুশি WBCS অফিসারেরা, দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রীগ দাবিই মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে WBCS অফিসারদের বক্তব্য, সরকারের এই ভূমিকায় সর্বস্তরের সরকারি অফিসারেরা উপকৃত হবেন৷ রাজ্য সরকারের এই অফিসারদের বেশির ভাগ দাবিই ঝুলে থাকায় সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সমাধান- বৈঠকে অফিসারদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,

◾IAS অফিসারদের মতো WBCS-দেরও পৃথক ‘পে-রুল’ তৈরি হবে৷

◾গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হয় BDO-দের৷ ফলে তাঁরা ছুটি নিতে পারতেন না। এবার থেকে BDO-রা বছরে ৩০ দিনের ‘লিভ এনক্যাশমেন্ট’-এর সুযোগ পাবেন।

◾ডেপুটি ম্যাজিস্ট্রেটরা বিশেষ ভাতা হিসাবে ১২০০ টাকা করে পাবেন।

◾WBCS অফিসারদের জন্য এতদিন বিশেষ সচিবের ৬০টি এবং যুগ্মসচিবের ২১৫টি পদ ছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো যথাক্রমে ১০০ এবং ২৫০।

◾যুগ্মসচিব থেকে বিশেষ সচিব পদে যেতে বহু দিন সময় লাগত। এ বার দ্রুত পদোন্নতি হবে।

◾যুগ্মসচিব পদে ২ বছর কাজ হয়ে গেলে ওই পদে কর্মরত ৪০ শতাংশ অফিসারদের জন্য নতুন ‘পে-স্কেল’ তৈরি করবে রাজ্য।

◾এতদিন ৮ বছর এবং ১৬ বছর চাকরির করলে পরবর্তী ‘পে-স্কেল’-এ যেতে পারতেন গ্রুপ-এ অফিসার। এখন ১৬ বছরের সময়সীমা কমে হল ১৪ বছর। এর ফলে SDO এবং জেলায় বিশেষ পদে কর্মরতরা সুবিধা পাবেন।

◾একজন WBCS অফিসারের IAS হতে ২৭ থেকে ২৯ বছর লাগে। অথচ WBPS-রা বা পুলিশরা ১০-১২ বছরেই IPS হতে পারেন। কেন্দ্রের নিয়মে বলা আছে, যে বছর একজন WBCS অফিসার IAS-এ উন্নীত হওয়ার সুযোগ পাবেন, সে বছর তাঁর বয়স ৫৬-র বেশি হওয়া চলবে না। এতে অনেকেই সুযোগ হারান। এই নিয়মের ফলে জুনিয়র অফিসাররাই IAS-এর সুযোগ পান। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, IAS হওয়ার যোগ্যতা থেকেও নিয়মের ফাঁসে কোনও WBCS অফিসার তা হতে না পারলে সংশ্লিষ্ট WBCS অফিসারকে বেতন এবং আর্থিক সুবিধা IAS-দের হারেই দেবে রাজ্য।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version