Thursday, August 21, 2025

আইনি নোটিশ পাওয়ার মাত্র দু ঘণ্টার মধ্যে তার জবাব দিলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়ে শনিবার সকালেই চিঠি পাঠান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তার উত্তরে দু ঘণ্টার মধ্যেই আইনজীবীর চিঠি পাঠান অভিষেক। সেখানে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) লেখেন, শুভেন্দুর উদ্দেশ্যে লেখেন মানহীনের মানহানির কী হবে! তাঁর মক্কেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। কারণ তার প্রমাণ রয়েছে।

শুভেন্দুর বিরুদ্ধে তোলাবাজির যে অভিযোগ করা হয়েছে- তা সারদা কর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠির ভিত্তিতে করা হয়েছে। আর নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারীকে ভিডিওটি টাকা নিতে দেখা গিয়েছে। অভিযোগ করা হয়, সারদা-নারদ মামলা থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু।

এরপরই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন, তাঁর মক্কেল দুবারের সাংসদ (MP)। সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশগ্রহণ করেন। দায়িত্বশীল পদে রয়েছেন। তাঁকে বারবার ‘অপরিণত’ বলে কটাক্ষ করাটা শুভেন্দু অধিকারীর নিরাপত্তাহীনতার পরিচয় দেয়। চিঠির শেষে অভিষেকের আইনজীবী লেখেন, শুভেন্দু অধিকারী বাকি যে অভিযোগ করেছেন সেগুলি উত্তর দেওয়ার যোগ্যই নয়।

এত দ্রুত আইনি নোটিশের উত্তর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ফ্রন্ট ফুট থাকলেন বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version