Wednesday, August 27, 2025

প্রধানমন্ত্রীর সফরের আগেই উত্তপ্ত হলদিয়া, ছেঁড়া হল ফ্লেক্স, কোথাও বাসে ইটবৃষ্টি

Date:

বঙ্গে রাজনীতির পারদ চড়িয়ে রবিবার সরকারি অনুষ্ঠানে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। যদিও তার আগেই উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল তো কোথাও বিজেপি(BJP) কর্মীদের বাসে চলল ইট বৃষ্টি। সবমিলিয়ে রবি সকালে উত্তপ্ত হয়ে উঠলো মেদিনীপুর(Medinipur)। বিজেপির তরফে এই প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের(TMC) দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। পাশাপাশি এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে মন্তব্য করেছে তৃণমূল।

আরও পড়ুন:করোনা ভ্যাকসিন নিতে অনিচ্ছুক স্বাস্থ্যকর্মীরাই, চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে এদিন নন্দকুমার হাইরোডের ধারে একাধিক ফ্লেক্স লাগানো হয় নরেন্দ্র মোদির। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই সমস্ত ফ্লেক্স ছেড়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে বিজেপি তোলা এই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পাশাপাশি হলদিয়াতে প্রধানমন্ত্রী সভায় যাওয়ার পথে ধর্মা এলাকায় একটি বাসে ব্যাপক ইট বৃষ্টির অভিযোগ উঠেছে। ইটের আঘাতে তিন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার আগে নন্দীগ্রামের কমলপুরেও বিজেপির প্রস্তুতি সভায় দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে যার জেরে ৫ বিজেপি কর্মী আহত হয়েছেন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাতেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এই ঘটনা তৃণমূলের কোনও হাত নেই বলে দাবি করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী সবার আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version