Thursday, January 29, 2026

১৮ ফেব্রুয়ারির পর বাংলায় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা কমিশনের

Date:

Share post:

সম্প্রতি আলিপুরদুয়ারে এক জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী ৭-৮ দিনের মধ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন(election commission)। যদিও সে সম্ভাবনা একেবারেই নেই বলে জানা যাচ্ছে। রবিবার হলদিয়াতে সরকারি সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এরপর আগামী ১৮ ফেব্রুয়ারি ফের একবার রাজ্য সফরে আসবেন তিনি।ওইদিন কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের নবনির্মিত একটি ভবনের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রোরেলের ট্রায়াল রান সম্পন্ন হয়ে গেছে, তার উদ্বোধন করবেন তিনি। আর নির্বাচনের নিয়ম অনুযায়ী যেহেতু ভোট নির্ঘণ্ট ও প্রকাশিত হয়ে যাওয়ার পর আর কোনওরকম সরকারি প্রকল্প উদ্বোধন বা শিলান্যাস করা যায় না সেহেতু প্রধানমন্ত্রীর সফরের পর রাজ্যে ভোট ঘোষণা হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:মোদির আমন্ত্রণে ‘না’ মমতার, শিশিরের ‘অজুহাত’ অসুস্থতা

এদিকে বঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ বঙ্গ সফর করে গিয়েছে। রাজ্যে এবার যে কড়া নিরাপত্তা মোড়কে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে তা বেশ স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কমিশনের তরফে। যদিও কত দফায় এবার নির্বাচন সম্পন্ন হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি নির্বাচন আধিকারিকদের সঙ্গে দেখা করে বাংলায় ১০ দফায় নির্বাচন করানোর প্রস্তাব রাখা হয়েছে বিজেপির তরফে। বিজেপির তরফ এ বারবার দাবি জানানো হয়েছে যতবেশি দফায় ভোট করানো হবে সন্ত্রাসের ঘটনা ততোই এড়ানো সম্ভব হবে। অন্যথায় নির্বাচনী সন্ত্রাস কোনভাবেই কমবে না বাংলায়। বাংলা মানুষ যাতে নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে বিজেপি।

Advt

spot_img

Related articles

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...